সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫৬ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, চবি

১১:৪৯, ১৮ নভেম্বর ২০২১

আপডেট: ১২:৪৬, ১৮ নভেম্বর ২০২১

৫০০

৫৬ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গৌরবময় ৫৫ বছর পাড়ি দিয়ে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পা রেখছে ৫৬ বছরে। আর এ নিয়ে নানা কর্মসূচি হতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ১০টায় চবির শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম। পরে বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

বেলা ১১টায় কেক কাটা ও সাড়ে ১১টায় প্রবন্ধ উপস্থাপন করবেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ। বেলা ১২টায় আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেশের বৃহত্তম এ বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর। চারটি বিভাগ, সাত জন শিক্ষক ও ২০০ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নয়টি অনুষদ, ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে। 

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯শ শিক্ষক ও ২৮ হাজার শিক্ষার্থী রয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ১২ জন শিক্ষার্থীসহ তিন জন কর্মকর্তা ও কর্মচারি শহীদ হন। বিশ্ববিদ্যালয় দিবস পালনের মাধ্যমে তাদের স্মরণ করতে চান সবাই।

এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চবি সেজেছে বর্ণিল সাজে। ক্যাম্পাসকে সাজানো হয়েছে নানা রঙে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, স্মরণ চত্বর, শহীদ মিনার, রেল স্টেশন ছাড়াও সেজেছে পুরো ক্যাম্পাস। এছাড়া আবাসিক হলগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়।

প্রসঙ্গত, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর এ দিনটিকে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত