সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহামারি শেষে ঢাবিতে জীবনের জয়গান

নিউজ ডেস্ক

২২:৫৯, ৯ নভেম্বর ২০২১

আপডেট: ২৩:০২, ৯ নভেম্বর ২০২১

৬২৩

মহামারি শেষে ঢাবিতে জীবনের জয়গান

করোনা মহামারির দুর্বিষহ দেড় বছর অতিক্রম করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফিরে আসার দিন উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজন করেছে 'জীবনের জয়গান'। একই সাথে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও প্রতিবাদ করা হয়েছে একই অনুষ্ঠানের মধ্য দিয়ে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ-এর সদস্যদের একক ও দলগত সংগীত, নৃত্য, মঞ্চনাটক, আবৃত্তিসহ  বৈচিত্র্যময় পরিবেশনার পাশাপাশি তারুণ্যের জনপ্রিয় ব্যান্ড 'গানকবি'  ও 'কৃষ্ণপক্ষ'-এর পরিবেশনা শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।

আয়োজনটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি হিল্লোল শেখর সমদ্দার বলেন, "প্রাণঘাতী ভাইরাসের কবলে দীর্ঘ দেড় বছরে সৃষ্ট ক্ষত, জরা ও আলস্য মুছে ফেলে নতুনভাবে সকলে প্রাণচঞ্চল হয়ে ওঠার লক্ষ্যে আমাদের এই আয়োজন। এই আয়োজনের প্রতিটি পরিবেশনা আমাদের এই নবজাগরণকেই ইঙ্গিত করে।"

সংগঠনের সাধারণ সম্পাদক শিশির মাহমুদ বলেন, “করোনা মহামারির পর নতুনভাবে বাঁচতে শিখেছি আমরা, জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ তা অনুধাবন করেছি। এই প্রেরণায় সকলেকে পুনরুজ্জীবিত করতে ও ক্যাম্পাসজীবনের সৌন্দর্যকে আরও সমাদৃত করার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণই আমাদের আয়োজনকে পূর্ণতা দিয়েছে।“  

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ সুস্থ সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে সামজিক সংহতি, শান্তি ও ঐক্যের প্রসারের লক্ষ্যে কর্মতৎপর। সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করে চলেছে সংগঠনটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত