ডীনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবির ২ শিক্ষক ও ২৪ শিক্ষার্থী
ডীনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবির ২ শিক্ষক ও ২৪ শিক্ষার্থী
গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের দুইজন শিক্ষককে ‘ডীনস্ অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। সেই সাথে ওই অনুষদের ৮ বিভাগের ২০১৮ সালের বিএসসি/বি.ফার্ম (সম্মান) পরীক্ষায় ১ম স্থান অধিকারকারী ৮ জন সহ ৩.৭৫ বা তার বেশি জিপিএপ্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মো. ইসমাইল তারেক এবং কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খালেদ হোসেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১ম স্থান অধিকারী শিক্ষার্থীবৃন্দ হলেন, তাওহীদা (গণিত), আইশা তাসনীম (পদার্থবিজ্ঞান), মোসা. শারমিন খাতুন (রসায়ন), মো. কাদেরী কিবরিয়া (পরিসংখ্যান), মুন্না কুমার পোদ্দার (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান), অনিক কুমার দে (ফার্মেসী), ফারহানা তানিয়া (পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) ও মো. সম্রাট আলী (ফলিত গণিত)।
বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. খলিলুর রহমান খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। সেখানে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলির পক্ষে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক মো. গোলাম হোসেন ও নবনির্বাচিত TWAS ফেলো অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বক্তৃতা করেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. মো. ইসমাইল তারেক ও জুম প্লাটফর্মে যুক্ত হয়ে অধ্যাপক ড. মো. খালেদ হোসেন এবং শিক্ষার্থীদের মধ্যে তাওহীদা, মো. রায়হান ইসলাম ও কাদেরী কিবরিয়া ডীনস্ অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান-বিজ্ঞান চর্চার শ্রেষ্ঠ পীঠস্থান। এখানে গবেষণা ও পঠন-পাঠনের মাধ্যমে জ্ঞান সৃজনের পাশাপাশি তা বিকশিতও করা হয়। গবেষণাকর্মের স্বীকৃতিতে ডীনস্ এ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ও যেমন সম্মানিত হলো, তেমনি তা অন্যদেরও গবেষণায় উৎসাহিত করবে। শিক্ষকদের গবেষণায় উৎসাহী করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে আছে র্যাংকিং কমিটি গঠন, সেরা ১০০ গবেষককে স্বীকৃতি প্রদান, গবেষণা সেল গঠন ইত্যাদি।
অনুষ্ঠানে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ শামস বিন তারিক ‘ডীনস্ অ্যাওয়ার্ড’-এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদের শিক্ষকবৃন্দ, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিজ্ঞান অনুষদ এবার প্রথম বারের মতো ‘আর্টিক্যাল অ্যাওয়ার্ড’ও প্রদান করে। প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খালেদ হোসেন এই পুরস্কারও অর্জন করেন। সেই সঙ্গে সম্প্রতি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব The Third World Academy of Sciences (TWAS)-এর ফেলো নির্বাচিত হওয়ায় এই অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন