সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হলে সিট বাণিজ্য বন্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, রাবি

১৫:১৩, ৭ নভেম্বর ২০২১

৪৩৩

হলে সিট বাণিজ্য বন্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের দখলদারি ও সিট বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে চারটি বাম ছাত্র সংগঠন। এছাড়াও আবাসন সংকট নিরসন, স্বল্পমূল্যে মানসম্মত খাবার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে নেতারা।

রবিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এসব দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, করোনার এই দীর্ঘ সময়ে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন শেষ করে হলের সিট বাতিল করে চলে গেছেন। ফলে অনেক সিট ফাকা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সে সিটগুলো আজ ছাত্রলীগের দখলে। তারা একেকটা সিট ৪ থেকে ৬ হাজার টাকায় বিক্রি করে সিট বাণিজ্য চালাচ্ছে। আমরা এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সমাবেশে নেতারা হলে স্বল্পমূল্যে মানসম্মত খাবার, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিও জানান। এসময় প্রায় ১৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত