সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এনডিএফবিডি`র উদ্যোগে জলবায়ু সচেতনতা বিতর্ক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক

১৭:৪৯, ৬ নভেম্বর ২০২১

আপডেট: ১৭:৫০, ৬ নভেম্বর ২০২১

৬৫৮

এনডিএফবিডি`র উদ্যোগে জলবায়ু সচেতনতা বিতর্ক প্রতিযোগিতা

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি) 'র উদ্যোগে বৈশিক উষ্ণতা ও  জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা -২০২১ অনুষ্ঠিত হলো ৫ নভেম্বর (শুক্রবার)। 

জলবায়ু বিষয়ক পরিবর্তন, করণীয় এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশ নেন । 

ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে ওইদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে রাত ৮টা পর্যন্ত।

দক্ষিণ- পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন এনডিএফবিডি'র এই আয়োজনে অংশ নেন - সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডি, ধানমন্ডি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডি, ধানমন্ডি, ডন গ্রামার স্কুল গুলশান, গুলশান , মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকা, মতিঝিল,  ঢাকা কলেজিয়েট স্কুল কোতোয়ালী, সদরঘাট,  হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় তেজগাঁও, ফার্মগেট,  হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা, সেক্টর ৩, হার্ভাড ইন্টারন্যাশনাল স্কুল মোহাম্মদপুর, আসাদ এভিনিউ,গুলশান ইন্টারন্যাশনাল স্কুল গুলশান,  ইলিমেন্টারি ইংলিশ স্কুল দারুসসালাম, মিরপুর মাজার শরীফ, ধানমন্ডি টিউটরিয়াল ধানমন্ডি, ধানমন্ডি, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডি, ধানমন্ডি,  কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ গুলশান, গুলশান বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল উত্তরা, সেক্টর ১৪,. উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয় উত্তরা, সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুল রমনা, সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় রমনা, সিদ্ধেশ্বরী, শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় রমনা, মধুবাগ,  ধানমন্ডি গভ:মেন্ট গার্লস হাই স্কুল ধানমন্ডি, ধানমন্ডি, ধানমন্ডি গভ:মেন্ট বয়েজ’স হাই স্কুল ধানমন্ডি, ধানমন্ডি, ঢাকা প্রেসিডেন্সি স্কুল মোহাম্মদপুর, মোহাম্মদপুর,বিএফ শাহীন স্কুল ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট, আজিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় লালবাগ, আজিমপুর, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট, ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়. সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ,টাঙ্গাইল -এর  বিন্দু বাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বিন্দু বাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সৃষ্টি একাডেমি , ঢাকা শহরের মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।

বারোয়ারি বাংলা ও ইংরেজি প্রতিযোগিতায় স্কুল, কলেজের শিক্ষার্থীদের জন্য জুনিয়র গ্রুপ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সিনিয়র গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । 

জুনিয়র গ্রুপে বাংলা বারোয়ারির বিতর্কের বিষয়’ "হোক সবুজের সৃষ্টি, বদলে যাক  দৃষ্টি..."উক্ত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য়  হয়েছেন বীর উত্তম শহীদ আনোয়ার গার্লস স্কুল ও কলেজ এর শিক্ষার্থী নাবিহা মানহা তাশিন, মাহজাবিন আলম ও ফারিহা ইয়াসমিন নওরিন।  

সিনিয়র গ্রুপের বিতর্কের বিষয় ছিলো  "জলবায়ু পরিবর্তনের আগে প্রয়োজন আমাদের পরিবর্তন" । উক্ত প্রতিযোগিতায় ১ম হয়েছেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ-এর শিক্ষার্থী ইশরাত জাহান প্রভা। ২য় হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ কানিজ তাসনিম দিয়া , ৩য় হয়েছেন আদমজী  ক্যান্টনমেন্ট কলেজ-এর শিক্ষার্থী শাফিন জুবায়ের। 

পাবলিক স্পিকিং ( ইংরেজি) প্রতিযোগিতায় ১ম,২য় , ৩য়  হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ এর - আনিকা তাবাসসুম, কানিজ তাসনিম ও মো. রিপন আলী। 

এছাড়া  ছিলো  ক্যারিয়ার ও বিতর্ক বিষয়ক কর্মশালা ও প্রদর্শনী বিতর্ক। প্রদর্শনী বিতর্কে অংশগ্রহণ করেন এনডিএফ বিডি ঢাকা মেট্রো ও ঢাকা ডেন্টাল কলেজ । ঢাকা মহানগর টিমের হয়ে অংশগ্রহণ করেন রানা সরকার,উম্মে রুমান ও তাহমিনা ইসলাম তিথি ও ঢাকা ডেন্টাল কলেজের হয়ে অংশগ্রহণ করেন সেজান আহমেদ, মারজান রহমান ও মোঃ রিপন আলী প্রমুখ ।  

আয়োজনে ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক বিতর্ক উৎসবের সম্মাননা ও উপহার দেওয়া হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল্রন ঢাকা ডেন্টাল কলেজ-এর সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ হুমায়ুন কবীর, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান একেএম শোয়েব এবং বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন  মুমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম মোহাম্মদ মুসা,  এস. অলিভার ওভারসিজ লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মধুরেশ শর্মা। 

বিতর্ক শিল্পে অনবদ্য অবদানের জন্য এনডিএফ বিডি বিশেষ সম্মাননা পুরুষ্কার গ্রহণ করেন  শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা-এর সিনিয়র শিক্ষক-(সকাল), মডারেটর (বিতর্ক ক্লাব) সেহেলি আক্তার খান, সামসুল হক খান স্কুল এন্ড কলেজ-এর মডারেটর গোলাম মুরশিদ কিরণ, এনডিএফ বিডির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব –এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহবুব হাসান রিপন , ঢাকা ডেন্টাল কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি ডাক্তার রকিবুল আলম ফরহাদ প্রমুখ । 

অনুষ্ঠান সঞ্চালনা করেন  এনডিএফ বিডির কো-চেয়ারম্যান এবং এনডিএফ বিডি আন্তর্জাতিক বিতর্ক উৎসবে ঢাকা অঞ্চল প্রধান এম আলমগীর। 

আয়োজনে সার্বিক সহযোগিতা করে মুমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত