সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরিবহন ধর্মঘটেও বুয়েটে ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯৯ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:২৯, ৬ নভেম্বর ২০২১

৩৯৫

পরিবহন ধর্মঘটেও বুয়েটে ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯৯ শতাংশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয় শনিবার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয় শনিবার

জ্বালানি তেল ডিজেলের দাম বাড়ানোর পর ভাড়া সমন্বয়ের দাবিতে রাজধানীসহ সারাদেশে বন্ধ রয়েছে বাস চলাচল। তবে ধর্মঘটের মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের ভর্তি পরীক্ষা নিয়েছে। পরীক্ষায় ৫৬ জন উপস্থিত ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে চূড়ান্ত পর্বের ভর্তি পরীক্ষা শুরু হয়। দুই ঘণ্টার লিখিত পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। 

খ’ গ্রুপে আবেদনকারীদের মডিউল ‘বি’-তে ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন, দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষায় ৬ হাজারের মধ্যে ৫ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে। উপস্থিতির হার প্রায় ৯৯ শতাংশ। এটা অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বলে ধরে নেওয়া হয়েছে।

উপস্থিতির হারে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম। গণপরিবহন ধর্মঘটে উপস্থিতির হার কেমন হয়। তারপরও উপস্থিতির হারে আমরা সন্তুষ্ট। যদিও যারা দূর থেকে এসেছে, তাদের অনেক ভোগান্তি হয়েছে। তাদেরকে অনেক কষ্ট করে আসতে হয়েছে। বিষয়টি আসলে আমাদের হাতে ছিল না।’

ভোগান্তি কমাতে অনেক অভিভাবক তাদের সন্তানকে নিয়ে ধর্মঘটের আগেই ঢাকা চলে আসলেও পরীক্ষার কেন্দ্রে আসতে হয়েছে সিএনজি, বাইক কিংবা রিকশায়।

বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করাতে গত ২০ ও ২১ অক্টোবর মহামারি পরিস্থিতি বিবেচনায় চার শিফটে ভাগ করে প্রাক-নির্বাচনি পরীক্ষা নেয়া হয়। সেখানে সবোর্চ্চ নম্বরপ্রাপ্ত ৬ হাজার পরীক্ষার্থীকে চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য বাছাই করা হয়।

এবার প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। চূড়ান্ত পর্বে সর্বোচ্চ নম্বর পাওয়া ১ হাজার ২১৫ জন ভর্তির সুযোগ পাবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত