সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বললেন শিক্ষামন্ত্রী

নতুন বছরে বই মিলবে সময়মতোই

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৪৪, ৬ নভেম্বর ২০২১

আপডেট: ১৪:৪৫, ৬ নভেম্বর ২০২১

৪১৭

বললেন শিক্ষামন্ত্রী

নতুন বছরে বই মিলবে সময়মতোই

নতুন বছরে সময় মতোই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি
নতুন বছরে সময় মতোই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

নতুন বছরে সময় মতোই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। চাঁদপুরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে শনিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বইয়ের প্রক্রিয়াগুলো যে পরিমাণ চাপের মধ্যে করতে হয়, বিশেষ করে করোনাকালে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেখানে যেন ভুলভ্রান্তি না থাকে। তার পরও কোথাও যদি কোনো অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, অবশ্যই তা সংশোধন করা হবে।’

পাঠ্য বইয়ের কিছু ভুল নিয়ে অতিসম্প্রতি একটি মামলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যিনি মামলা করেছেন তিনি একগুচ্ছ শব্দের কথা বলেছেন। তবে যেটা ব্যবহার করা হয়েছে, সেটাও যে খুব ভুল, তা নয়। তার পরও সংশোধনের সুযোগ থাকলে সেগুলো সংশোধন করা হবে।’

ইউপি নির্বাচন নিয়ে বিএনপির ইউটার্ন নিয়ে মন্ত্রী বলেন, তারা এক দিকে বলছে নির্বাচনে অংশ নিবে না। আবার স্থানীয় নির্বাচনগুলোতে সব জায়গায়ই দেখছি তাদের কেউ না কেউ নির্বাচনে অংশ নিচ্ছে। এটি বিএনপির জন্য নতুন কিছু নয়। তারা সব সময়ই মুখে বলে এক কাজে করে উল্টো।

স্থানীয় নির্বাচনে সহিংসতার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘আগে দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় অনেক প্রার্থী থাকত। বর্তমানে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় কোনো বিদ্রোহী প্রার্থী যেন না থাকে সে জন্য সাংগঠনিকভাবে নানা ব্যবস্থা নেয়া হয়। তার পরও কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থী থাকছেন। আমরা সাংগঠনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করছি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সাহনাজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসেন বিশ্বাসসহ অন্যান্যরা।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত