সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

১১:২৭, ৬ নভেম্বর ২০২১

আপডেট: ১১:৪২, ৬ নভেম্বর ২০২১

৪৫১

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৯৪ জন শিক্ষার্থী।

শনিবার (৬ নভেম্বর) এই ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয়েছে ১১টায়। ডিজেলের দাম বেড়ে যাওয়াঙ বাসের ভাড়া সমন্বয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে বাস ধর্মঘট চলছে। এর মধ্যেই ভর্তিচ্ছুরা নানা উপায়ে সকাল থেকেই কেন্দ্রে পৌঁছান।

অনেকেই রিকশা, ভ্যান, পিকআপ ভ্যানসহ নানান ধরনের যানে কেন্দ্রে আসেন। তারা নিজেদের ভোগান্তির কথা জানান। গতকালও ভোগান্তি মেনেই শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৫ হাজার ৬২২ জন। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।


সাত কলেজ-

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল সরকারি কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।


যেভাবে মূল্যায়ন হবে-

১২০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধা স্কোরের ক্রমানুসারে মেধাতালিকা তৈরি করা হবে। এ জন্য মাধ্যমিক/ও লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ; উচ্চ মাধ্যমিক/এ লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যোগফল ভর্তি পরীক্ষায় ১০০—তে প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ দিয়ে ১২০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ণয় করা হবে। সে অনুযায়ী তৈরি করা হবে মেধাতালিকা।

মেধাস্কোরের ভিত্তিতে নির্ণয় করা মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর সাত দিনের মধ্যে ঢাবির ভর্তি ওয়েবসাইটে (http://collegeadmission.eis.du.ac.bd) প্রকাশ করা হবে। প্রার্থী এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।

মেধাতালিকা প্রকাশের পর নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে কলেজ ও বিষয় পছন্দ করতে ফরম পূরণ করতে হবে। পরে শিক্ষার্থীর পছন্দ এবং ভর্তি পরীক্ষার মেধাক্রম ও ভর্তির যোগ্যতা অনুসারে বিভাগ বণ্টনের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীর ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র সংশ্লিষ্ট কলেজে জমা রাখা হবে।

আসন সংখ্যা-

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে সাড়ে ৬ হাজার। এরমধ্যে ঢাকা কলেজে ১ হাজার ৯০, ইডেন মহিলা কলেজে ১ হাজার ২২৫, সরকারি তিতুমীর কলেজে ১ হাজার ৫১০, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৭৪০, কবি নজরুল সরকারি কলেজে ৬৩০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৯০ এবং সরকারি বাঙলা কলেজে ৭১৫।

বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা ৫ হাজার ৩১০। এরমধ্যে ঢাকা কলেজে ৬০০, ইডেন মহিলা কলেজে ১ হাজার ৫৫, সরকারি তিতুমীর কলেজে ১ হাজার ৪৬৫, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৪০০, কবি নজরুল সরকারি কলেজে ৭০০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১৩০, সরকারি বাঙলা কলেজে ৯৬০টি আসন।

কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০। এর মধ্যে ঢাকা কলেজে রয়েছে ২ হাজার ৪২৫, ইডেন মহিলা কলেজে ৩ হাজার ১৫৫, সরকারি তিতুমীর কলেজে ৩ হাজার ৩০০, কবি নজরুল সরকারি কলেজে ১ হাজার ৬০০, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ১ হাজার ২৫০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১ হাজার ১৮০, সরকারি বাঙলা কলেজে ১ হাজার ৪৪০টি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত