সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির ‘খ’ ইউনিটে ৮৩ শতাংশ ভর্তিচ্ছুই ফেল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, ঢাবি

১৩:২৯, ২ নভেম্বর ২০২১

আপডেট: ১৩:৩০, ২ নভেম্বর ২০২১

৩৯২

ঢাবির ‘খ’ ইউনিটে ৮৩ শতাংশ ভর্তিচ্ছুই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ১৬.৮৯ শতাংশ শিক্ষার্থী। পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১২জন।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৫২৪ জন। কলা অনুষদভুক্ত এ ইউনিটে গতবার পাসের হার ছিল ২৩.৭২ শতাংশ। 

এবারের ভর্তি পরীক্ষায় ১০০.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাকারিয়া। তিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী।

এছাড়া ৯৫.৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সামিয়া আক্তার এবংব ৯৪.৭৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন খালিদ খান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত