সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, রাবি

১৬:১২, ৩১ অক্টোবর ২০২১

৭০১

শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবস্থিত শেখ রাসেল মডেল স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। রবিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টায় এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. দিপু মনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে শেখ রাসেল অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। ঘাতকরা জানতো শুধু শেখ মুজিবকে হত্যা করলেই তারা বাংলাকে পাকিস্তান বানাতে পারবে না। তাদের সংশয় ছিল শেখ মুজিবের বংশধর কেউ জীবিত থাকলে তাদের উদ্দেশ্য সফল হবে না। তাই তারা শিশু শেখ রাসেলকেও সেদিন হত্যা করে। তাদের সেই সংশয় আজ সত্য হয়েছে।

শেখ রাসেল স্কুল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় বরং এটি ওই অঞ্চলের একটি শিক্ষামন্দিররূপের পরিচিতি পাবে। শিক্ষার্থীদের অসা¤প্রদায়িক মনোভাব ও গণতন্ত্রমনা করে তুলতে পাঠ্যক্রম প্রণয়নসহ বহু ধরনের উদ্যোগ নিয়েছি। এসব করা হয়েছে আমাদের শিক্ষার্থীরা যাতে পরীক্ষা ও সনদ সর্বস্ব  শিক্ষা থেকে বেরিয়ে এসে আনন্দময় শিক্ষাব্যবস্থার মাধ্যমে  ভালো মানুষ হতে পারে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আপনারা নিজেদের প্রজ্ঞা ও স্নেহ দিয়ে এই স্কুলের প্রতিটি শিশুকে এমনভাবে গড়ে তুলবেন তারা যেন হৃদয়ে শেখ রাসেলের আদর্শকে এবং বাংলাদেশের রাষ্ট্র, কৃষ্টি, কালচারকে ধারণ করে শেখ রাসেলের নাম বিশ্ব দরবারে উন্নীত করে। অনুষ্ঠানে তিনি প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শেখ রাসেল পদক’ ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র ও স্কুলের অধ্যক্ষ মোসা. লিসাইয়া মেহ্জবীন।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথির অনুপস্থিতে ফলক উন্মোচন, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান ও বেলুন ফেস্টুন ও সাদা পায়রা উড়িয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের কাছে ৩.৯৪ একর এলাকা জুড়ে নির্মিত হয়েছে নতুন স্কুল ভবন। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি ১২ লাখ টাকা। ১৬টি শ্রেণিকক্ষ সম্পন্ন এই স্কুলটিতে প্রায় একহাজার শিক্ষার্থী একযোগে ক্লাস করতে পারবে। স্কুলটিতে ৮টি ব্যবহারিক গবেষণাগার, একটি করে লাইব্রেরি, একটি  কম্পিউটার-আইটি ল্যাবসহ আরো নানা সুবিধা রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত