বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় প্রাথমিকের শিক্ষকদের বদলি বন্ধে নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট

২৩:৩৮, ২৫ অক্টোবর ২০২০

৮০৮

করোনায় প্রাথমিকের শিক্ষকদের বদলি বন্ধে নির্দেশনা

করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সিদ্ধান্ত জানিয়ে নয় বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর সংক্রমণজনিত কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সকল প্রকার বদলি বন্ধ রাখা সমীচীন। এমতাবস্থায় করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল।’

চিঠির অনুলিপি ইতিমধ্যেই সব জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তার কাছে পৌঁছে গেছে। এছাড়াও উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার। শিক্ষক রয়েছেন ৩ লাখের বেশি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত