সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভা শুরু ৪ নভেম্বর

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:২৯, ২১ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:৩০, ২১ অক্টোবর ২০২১

৪২৩

৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভা শুরু ৪ নভেম্বর

করোনাভাইরাসে স্থগিত ৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৪ নভেম্বর
করোনাভাইরাসে স্থগিত ৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৪ নভেম্বর

করোনাভাইরাসে স্থগিত ৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৪ নভেম্বর। চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ১৯ সেপ্টেম্বর। চলে ১১ অক্টোবর পর্যন্ত।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

এ সময়ে সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের ৫ হাজার ৯৭৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। 

এর আগে শুধু সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হয়।

এই বিসিএসের ভাইভা শুরু হওয়ার কথা ছিল ১৬ ফেব্রুয়ারি। এর মধ্যে করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় তা সম্ভব হচ্ছিল না।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী।

তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত