সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৬তম শিক্ষক নিবন্ধনে ১৮৫৫০ জন উত্তীর্ণ 

অপরাজেয় বাংলা ডেস্ক

০০:৩৬, ১৮ অক্টোবর ২০২১

৪৮৮

১৬তম শিক্ষক নিবন্ধনে ১৮৫৫০ জন উত্তীর্ণ 

প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকেও ফল জানতে পারবেন
প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকেও ফল জানতে পারবেন

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন।  রবিবার (১৭ অক্টোবর) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। 

উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকেও ফল জানতে পারবেন।

উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর ১৬তম নিবন্ধনের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয়। গত বছরের ১১ নভেম্বর এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ২২ হাজার ৩৯৮ প্রার্থী।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত