রাবিতে ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত
রাবিতে ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে ১ ও ২ অক্টোবর যথাক্রমে 'ক' ও 'খ' ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মমতাজ উদ্দিন কলা ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন এক হাজার ৫৭৭ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন একহাজার ৪ জন। উপস্থিতির হার ৬৩ দশমিক ৬৬ শতাংশ। এর আগে ১ ও ২ অক্টোবর যথাক্রমে ‘ক’ ও ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাবির উপ-উপাচার্য ও ভর্তি পরীক্ষার রাজশাহী বিভাগীয় কেন্দ্রের সভাপতি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, আজ ৯ ঢাবির ‘ চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১৮২৪ জন ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবেন।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি আগামীর পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন