সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাবিতে বিশ্ব ডিম দিবস পালিত

রাবি করেসপন্ডেন্ট

২০:৪৮, ৮ অক্টোবর ২০২১

৫১০

রাবিতে বিশ্ব ডিম দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে ‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক ড. হেমায়েতুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

সভায় বক্তারা বলেন, আমাদের মধ্যে একটা প্রথা চালু আছে। আমরা মনে করি যারা হার্টের রোগী, বয়স বেশি বা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের ডিম খাওয়া যাবে না। এটা ভুল ধারণা। ডিম সব বয়সী মানুষের জন্য একটা উপযোগী খাবার। এটি সৃষ্টিকর্তা প্রদত্ত একটি কমপ্লিট ফিড। এর মধ্যে এমন কোনো উপাদান নেই যা মানুষের কাজে লাগে না। আমাদের প্রতিদিনের খাবারে ডিম রাখা প্রয়োজন।

আলোচনা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় তিন হাজার ডিম বিতরণ করা হয়েছে। ‘বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রিজ কো-অর্ডিনেশন কাউন্সিল’ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় হরিজন পল্লী, এতিমখানা, পরিচ্ছন্নকর্মী, রাজশাহী উপশহরের শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র ও মেহেরচÐি পানিসম্পদ সমৃদ্ধ গ্রামগুলোতে এসব ডিম বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. এস এম কামরুজ্জামান, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ড. রায়হান গফুর ও ড. রিয়াজল ইসলাম।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত