সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবিতে সব বর্ষের ক্লাস পরীক্ষা ১৭ অক্টোবর থেকে

ঢাবি করেসপন্ডেন্ট

১৭:২৫, ৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:২৯, ৭ অক্টোবর ২০২১

৪৭২

ঢাবিতে সব বর্ষের ক্লাস পরীক্ষা ১৭ অক্টোবর থেকে

সেশনজট অবসানের জন্য পাঁচ দিনের পরিবর্তে এখন থেকে ছয় দিন কার্যদিবস থাকবে৷
সেশনজট অবসানের জন্য পাঁচ দিনের পরিবর্তে এখন থেকে ছয় দিন কার্যদিবস থাকবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ অক্টোবর থেকে সশরীরে সব বর্ষের ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বৃহস্পতিবার (৭ অক্টোবর) এই অনুমোদন দেওয়া হয়। 

এছাড়া সেশনজট কমানোর জন্য পাঁচদিনের পরিবর্তে এখন থেকে ছয় দিন কার্যদিবস থাকবে৷ শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে৷ এছাড়া প্রতিদিনই শ্রেণি কার্যক্রম চলবে৷

গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। সেদিন আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য মঙ্গলবার আবাসিক হল খোলা হলেও ১০ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ) শিক্ষার্থীদের জন্যও হলগুলো খুলে দেওয়া হবে। 

সেদিন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, 'প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র থাকা সাপেক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের ১০ অক্টোবর থেকে হলে তোলা হবে ৷ ১৬ অক্টোবর থেকে সব বিভাগ-ইনস্টিটিউটের সব বর্ষের শ্রেণি কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) শুরু হবে ৷ 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত