সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার জালিয়াত চক্র সফল হয়নি: রাবি উপাচার্য

রাবি করেসপন্ডেন্ট

১২:৫২, ৪ অক্টোবর ২০২১

৫১০

এবার জালিয়াত চক্র সফল হয়নি: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, এবার ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্র সফল হয়নি। পুলিশ কমিশনার পরীক্ষাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা জোরদার করেছে। সেই সাথে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে। আর তাদের তৎপরতার কারণেই এবার হয়তো তারা সফল হয়নি।

সোমবার (৪ অক্টোবর) সকালে রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

উপচার্য বলেন, তারা সক্রিয় আছে কিনা আমি জানি না। তবে এক্সপার্টরা বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস ও স্ক্যানার নিয়ে ঘুরছেন। আমরা বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে মনিটরিং করছি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমাদের আবাসিক হল বন্ধ থাকা সত্ত্বেও ছাত্রী হলগুলো খুলে দিয়েছি। সেই সাথে ছাত্রদের আবাসিক হলসমূহের নিচতলা খুলে দিয়েছি যাতে করে অভিভাবকরা বাথরুমগুলো ব্যবহার করতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা গ্রহণ করছে আমরাও বিষয়টি নিয়ে খুব পজিটিভলি চিন্তা করছি। তবে আমরা গুচ্ছ পদ্ধতিতে যাব না। যা করব সায়ত্ত্বশাসিত চার বিশ্ববিদ্যালয় মিলেই করব। এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ের ওপর।

উল্লেখ্য, আজ (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রতিদিন তিন শিফটে সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ৩ টায় শুরু হয়ে শেষ হবে ৪ টায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত