সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত রাবি ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট

১৭:৫৭, ৩ অক্টোবর ২০২১

৪৯৭

ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত রাবি ক্যাম্পাস

আগমীকাল থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। সোমবার (৪ অক্টোবর) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এই ভর্তি যুদ্ধ। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, সাবাস বাংলাদেশ চত্বর, টুকিটাকি চত্বর ও বুদ্ধিজীবী চত্বরের শিক্ষার্থীদের পদচারণায় মুখর। ক্যাম্পাসের বিভিন্ন জয়গায় বসে কেউ নিচ্ছেন শেষ মুহুর্তের প্রস্তুতি। কেউবা খুঁজে দেখছেন তাদের পরীক্ষার। আবার অনেকেই দল বেধে ঘুরে দেখছেন মতিহারের এই সবুজ চত্বর।

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সি ইউনিটের পরীক্ষা দিতে এসেছে সীমা চক্রবর্তী। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্যের কথা সবার মুখে শুনেছি। আজ দেখার সৌভাগ্য হল। ক্যাম্পাস ঘুরে দেখে মনে হল এমন সুন্দর ক্যাম্পাসে পড়তে না পারলে নিজেকে দুর্ভাগা মনে হবে।

রংপুরের বদরগঞ্জ থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা দিতে এসেছে লিখন হোসেন। তিনি বলেন, ক্যাম্পাসটা সত্যিই অনেক সুন্দর। পরিবেশও অনেক সুন্দর। সেজন্য একদিন আগেই এসেছি ক্যাম্পাস ঘুরে দেখব বলে। আর ক্যাম্পাসের বড় ভাইদের সহযোগিতা দেখে আমি মুগ্ধ।

এদিকে, ভর্তি পরীক্ষা ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি জালিয়াতি ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত