সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবিতে সোমবার থেকে টিকাদান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:১৫, ৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:২২, ৩ অক্টোবর ২০২১

৪৯৪

ঢাবিতে সোমবার থেকে টিকাদান শুরু

বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেওয়া হচ্ছে
বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেওয়া হচ্ছে

অন-স্পট নিবন্ধনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সোমবার (৪ অক্টোবর) থেকে করোনাভাইরাসের টিকাদান শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

ঢাবিতে করোনা প্রতিরোধী টিকাদান শুরু ৩ অক্টোবর থেকে
চলবে ১৭ অক্টোবর পর্যন্ত
টিকা নেবেন শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী
টিকাদান কার্যক্রম শুরু সকাল ৯টায়
১ নভেম্বর থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে

জনসংযোগ বিভাগের পরিচালক মাহমুদ আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল সাড়ে ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। ১ নভেম্বর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে।

টিকা নিতে অন-স্পট নিবন্ধন করা যাবে
সঙ্গে আনতে হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র কার্ড
এনআইডি ছাড়া টিকা দেওয়া যাবে না

এতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা অন-স্পট নিবন্ধনের মাধ্যমে প্রথম ডোজের টিকা নিতে পারবেন। এনআইডি ছাড়া এই মুহূর্তে টিকা নেওয়া যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়/সরকারি কর্মচারী হাসপাতাল/শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) নিবন্ধন করা সত্ত্বেও যারা এখনো টিকা গ্রহণ করতে পারেনি তারা এনআইডি, শিক্ষার্থীর আইডি কার্ড এবং টিকাকার্ড এনে টিকা নিতে পারবেন।

এর বাইরে অন্য কোনো কেন্দ্রে নিবন্ধন করা থাকলে শিক্ষার্থীদের সেখানেই টিকা নিতে হবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত