সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জোর করে ঢাবির হলে ঢোকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি

ঢাবি করেসপন্ডেন্ট

০১:০০, ৩ অক্টোবর ২০২১

৩৬৮

জোর করে ঢাবির হলে ঢোকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি

আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবরই খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল
আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবরই খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবরই খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল৷ যেসব শিক্ষার্থী জোর করে হলে প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভায় এ সুপারিশ করা হয়।

****ঢাবিতে তালা ভেঙে হলে প্রবেশ করল শিক্ষার্থীরা

**শৃঙ্খলা পরিপন্থী কাজ বিশ্ববিদ্যালয় বরদাস্ত করে না: ঢাবি উপাচার্য

সভায় সিদ্ধান্ত হয়েছে, ৫ অক্টোবর থেকে কেবল অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা অন্তত প্রথম ডোজ টিকার সনদ দেখিয়ে হলে ঢুকতে পারবেন৷ সভায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরও দ্রুত সময়ের মধ্যে হলে তোলার বিষয়টি বিবেচনা করা হয়েছে৷ তবে, এটি কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করবে৷ 

শুক্রবার দুপুরে অমর একুশে হলের তালা ভেঙে জোর করে ভেতরে প্রবেশ করেন একদল শিক্ষার্থী৷ হল প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ শিক্ষার্থীদের বুঝিয়েও হল থেকে বের করতে পারেননি বলে গণমাধ্যমে খবর এসেছে৷ এ ঘটনার এক দিন পর আজ সন্ধ্যায় জরুরি সভা ডাকেন উপাচার্য৷

এদিকে শিক্ষার্থীরা বলছেন, হল বন্ধ থাকায় তাদের অনেককেই ঢাকার বিভিন্ন মেসে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ অক্টোবর হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু, যারা বিভিন্ন মেসে ছিল তাদেরকে মাসের প্রথম ৪ দিন সেখানে থাকার জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে৷ এজন্য তারা ১ অক্টোবর হলে উঠেছেন৷

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা হলে প্রবেশ এবং অবস্থান করছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে শনিবার সকালে তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের প্রবেশের বিষয়ে আলটিমেটাম দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ বিশ্ববিদ্যালয় বরদাস্ত করে না৷
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত