রাজশাহীতে ঢাবির পরীক্ষা হওয়ায় খুশি অভিভাবকরা
রাজশাহীতে ঢাবির পরীক্ষা হওয়ায় খুশি অভিভাবকরা
প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সে অনুযায়ী শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।
পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা সকাল থেকে রাবির ক্যাম্পাসে আসতে থাকেন। আর রাজশাহীতে পরীক্ষা হওয়ায় খুশি অভিভাবকরা।
নওগাঁর মান্দা থেকে ছেলেকে নিয়ে এসেছেন বাবা সাধন কুমার। তিনি বলেন, ঢাকা বিশ্বদ্যালয়ের পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে হয়ে খুব ভালো হয়েছে। ঢাকায় পরীক্ষা দিতে ছেলে-মেয়েদের অনেক ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া ঢাকায় গিয়ে থাকা খাওয়ার অনেক সমস্যা হয়। এবার অন্তত সেই ভোগান্তি থেকে আমরা রক্ষা পেয়েছি।
চাপাইনবাবগঞ্জ থেকে মেয়েকে পরীক্ষার জন্য নিয়ে এসেছেন ইউসুফ আলী। তিনি বলেন, ‘ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে গেলে অভিভাবকদের থাকাসহ বিভিন্ন সমস্যার সম্মূখীন হতে হয়। সে দিক থেকে প্রতিবছরই যদি বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হয় তাহলে অভিভাবক ও শিক্ষার্থীরা এসব সমস্যার হাত থেকে রেহাই পাবে।
অভিভাবক আমেনা খাতুন বলেন, পরীক্ষা দিতে ঢাকায় গেলে দীর্ঘ জার্নি করার পর ছেলে-মেয়েরা অনেকেই অসুস্থ হয়ে পরে। এতে করে প্রস্তুতি ভালো থাকা সত্বেও তারা ভালো পরীক্ষা দিতে পারে না। বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীরা শারীরিকভাবে যেমন সুস্থ থাকবে তেমনি অর্থ অপচয় রোধ হবে।
উল্লেখ্য, শুক্রবার (১ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া ঢাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ হাজার ৩৪৬ পরীক্ষার্থী।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন