সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবি ভর্তি পরীক্ষা: অপেক্ষা শেষে স্বপ্ন পূরণের আশায় তারা

স্টাফ করেসপন্ডেন্ট

১০:৫৪, ১ অক্টোবর ২০২১

আপডেট: ১০:৫৭, ১ অক্টোবর ২০২১

৪৯৯

ঢাবি ভর্তি পরীক্ষা: অপেক্ষা শেষে স্বপ্ন পূরণের আশায় তারা

পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো ক্যাম্পাসে একবছর কাটানো হয়ে যেতো তাদের। কিন্তু করোনা ভাইরাসে ২০২০ সালে উচ্চমাধ্যমিক পাশ করাদের বানিয়ে রেখেছে ‘ভর্তি পরীক্ষার্থী’। গত বছরের এ সময় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা পিছিয়ে যায়।

এরপর কয়েক দফায় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে অবশেষে আজ (১ অক্টোবর) সে কাঙ্ক্ষিত দিন ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরীক্ষা নেয়া হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)।

শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা গেটের বাইরে অপেক্ষা করছেন ভর্তি পরীক্ষাতে বসার জন্য। বিলম্বে হলেও ভর্তি পরীক্ষা দিতে আসায় উচ্ছাস প্রকাশ করেন তারা। জানিয়েছেন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মুখিয়ে আছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাবির বিভিন্ন ছাত্র সংগঠন, জেলা সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ভর্তিচ্ছুদের তথ্য প্রদানসহ নানানভাবে সহযোগিতা করতে দেখা যায়। রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসন সংখ্যা ১ হাজার ৮১৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ দশমিক ৯৯ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত