সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগামী সপ্তাহ থেকে তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস দুইদিন

স্টাফ করেসপন্ডেন্ট

১১:০০, ৩০ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১১:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২১

৪৭৪

আগামী সপ্তাহ থেকে তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস দুইদিন

শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধ রয়েছে
শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধ রয়েছে

তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস একদিনের পরিবর্তে এখন সপ্তাহে দুই দিন হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী শনিবার থেকে নতুন রুটিন কার্যকর হবে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমার সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস একদিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়।

তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস দুইদিন
তৃতীয় শ্রেণির ক্লাস রবি ও বৃহস্পতিবার
চতুর্থ শ্রেণির ক্লাস হবে শনি ও বুধবার

এ বিষয়ে মনীষ চাকমা বলেন, নতুন রুটিন অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন হবে। আগে তা একদিন ছিল। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের কাছে রুটিন এরই মধ্যে পাঠানো হয়েছে।

ক্লাস হবে দুই শিফটে
প্রথম শিফটের ক্লাস শুরু সকাল পৌনে ১০টায়, শেষ ১২টা ৫ মিনিটে
শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে শ্রেণিকক্ষে ঢুকবে
প্রতি ক্লাসের সময়সীমা ৪৫ মিনিট

নতুন রুটিনে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন প্রথম শিফটে ক্লাস শুরু হবে সকাল পৌনে ১০টায়। তিনটি বিষয়ে ৪৫ মিনিট করে পাঠদান চলবে। শেষ হবে ১২টা ৫ মিনিটে। তবে শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে শ্রেণিকক্ষে ঢুকতে হবে।

শিক্ষার্থীরা ক্লাসে ঢুকবে ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে
দ্বিতীয় শিফটে ক্লাস শুরু ১টা ৫ মিনিটে, শেষ ৩টা ৪৫ মিনিটে

দ্বিতীয় শিফটে ক্লাস শুরু হবে দুপুর ১টা ১৫ মিনিটে, যা শেষ হবে বেলা ৩টা ৪৫ মিনিটে। তবে শিক্ষার্থীরা ক্লাসে ঢুকবে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে।

নতুন রুটি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রবি ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনি ও বুধবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া, মঙ্গলবার প্রথম শ্রেণি ও সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস হবে। আর পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিনই হবে।

এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেয়া হচ্ছে। আর অন্যান্য শ্রেণির মধ্যে অষ্টম, নবম, তৃতীয়,  চতুর্থ শ্রেণিতে দুই দিন এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের একদিন ক্লাসে আসতে বলা হয়েছে।

শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধ রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের পর ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত