সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবিতে এবার আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন

ঢাবি করেসপন্ডেন্ট

১৪:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৪:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২১

৪০০

ঢাবিতে এবার আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন

আগামী ১ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
আগামী ১ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার ৩ লাখ ২৪ হাজার ৩৪০ প্রার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫ শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘চ’ ইউনিটে। চারুকলায় আসনপ্রতি শিক্ষার্থী ১১৪ জন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে বলা হয়, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে।


•    ১ অক্টোবর ক ইউনিট
•    ২ অক্টোবর খ ইউনিট
•    ২২ অক্টোবর গ ইউনিট
•    ২৩ অক্টোবর ঘ ইউনিট
•    ৯ অক্টোবর চ ইউনিট

‘ক’ ইউনিট:  ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন। এ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৬৪ জন।

‘খ’ ইউনিট:  ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসনপ্রতি ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

‘গ’  ও 'ঘ' ইউনিট: ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন এবং ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন আবেদন করেছেন। এ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৭৩ জন।

‘চ’ ইউনিট: ১৩৫ আসনের বিপরীতে ১৫ হাজার ৪৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ইউনিটে আসনপ্রতি যুদ্ধে নামছেন ১১৪ জন।

আগামী ১ অক্টোবর থেকে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজধানী ঢাকা ছাড়াও অন্য বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত