সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নভেম্বরের মাঝামাঝি এসএসসি, ডিসেম্বরের গোড়ায় এইচএসসি: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১২:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৩:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২১

৩৯৫

নভেম্বরের মাঝামাঝি এসএসসি, ডিসেম্বরের গোড়ায় এইচএসসি: শিক্ষামন্ত্রী

মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী
মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি, ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীতে 

মন্ত্রী বলেন, 'এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময়মতো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করছি। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে।'

এ ছাড়াও তিনি বলেন, 'যদি প্রয়োজন হয় শিক্ষাপ্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। এখন পর্যন্ত তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি। যদি কোথাও হয় তাহলে নিশ্চই আমরা ব্যবস্থা নিব।'

প্রাক-প্রাথমিকের শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আরও তিন সপ্তাহ পর সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষার্থীদের করোনা সংক্রমণ নিয়ে দীপু মনি বলেন, ‘মাধ্যমিকে-উচ্চ মাধ্যমিকে সারা দেশে কিছু সমস্যার রিপোর্ট পেয়েছি। তবে যেখানেই করোনার সংক্রমণের তথ্য আসছে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা আমাদের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে সমস্যা হয়েছে, বিশেষ করে মানিকগঞ্জের একটি স্কুলের শিক্ষার্থী মারা গেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।

‘আমরা সেই কেসটি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। সেই শিক্ষার্থী মাত্র একবার ১৫ তারিখে স্কুলে এসেছিল। তার ছয়-সাত দিন পর তার আক্রান্তের খবর পাওয়া যায় এবং সে মৃত্যুবরণ করে।’

দীপু মনি বলেন, ‘আমাকে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে, এই স্কুলে এতজন আক্রান্ত, ওই স্কুলে এতজন অসুস্থ। আমি খোঁজ নিচ্ছি, অনুসন্ধান করছি, কিন্তু এমন কিছুই পাচ্ছি না।

‘তবে আমরা সজাগ দৃষ্টি রাখছি। কোনো অভিযোগ পাওয়ামাত্র আমরা সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ করছি ও প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছি।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত