সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চবিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সশরীর পরীক্ষা অনুষ্ঠিত

চবি করেসপন্ডেন্ট

২৩:৩২, ২০ সেপ্টেম্বর ২০২১

৩৬৪

চবিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সশরীর পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সশরীর পরীক্ষা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সশরীর পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সশরীর পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় স্থবির থাকা বিভাগ আবারো শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। 

করোনার সংক্রমণের কারণে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বর্তমানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সীমিত পরিসরে পরীক্ষা নেওয়া হচ্ছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিএসএস সম্মান প্রথম বর্ষের চার ঘণ্টার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শতভাগ শিক্ষার্থী অংশ নেয়। চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বিভাগের আরো তিন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা।

এই প্রসঙ্গে বিভাগীয় সভাপতি মোঃ শহীদুল হক বলেন,  'শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা হলে প্রবেশ করেছেন। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমি বিভাগের সহকর্মী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। করোনা মহামারি কাটিয়ে শিগগিরই স্বাভাবিক পরিবেশের শিক্ষা কার্যক্রমে ফিরতে পারবো বলে আশা রাখি।'

সমাজবিজ্ঞান অনুষদের পঞ্চম তলায় বিভাগের তিনটি শ্রেণীকক্ষে সকাল পৌনে ১১টায় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে এবং শারীরিক দূরত্ববিধি মেনে পরীক্ষা হলে প্রবেশ করেন। এসময় প্রত্যেক শিক্ষার্থীর হাত জীবাণুমুক্ত করা হয়। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে পরীক্ষার্থীদের একটি করে মাস্ক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন (নীপু), মুহাম্মদ যাকারিয়া, সহকারী অধ্যাপক এ. কে. এম. জিয়াউর রহমান খান, ফারজানা করিম, মাধব চন্দ্র দাস, সায়মা আলম, রাজীব নন্দী এবং সুবর্ণা মজুমদার।

বিভাগীয় সভাপতি পরীক্ষার কক্ষ পরিদর্শনের সময় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার ওপর জোর দেন। তিনি জানান, আগামী ২১শে সেপ্টেম্বর তৃতীয় বর্ষ, ২২শে সেপ্টেম্বর চতুর্থ বর্ষ এবং ২৩ শে সেপ্টেম্বর সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। আগামী নভেম্বরে শুরু হবে মাস্টার্স পরীক্ষা।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত