বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বার্ষিক পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

০০:৪১, ২১ অক্টোবর ২০২০

৬৭৬

বার্ষিক পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২১ অক্টোবর) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন কীভাবে করা হবে সে বিষয়ে সম্মেলেন জানাবেন শিক্ষামন্ত্রী।

গত ১৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য-নিরাপত্তা বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর কয়েক দফায় ২৫ এপ্রিল, ৫ মে, ৩০ মে, ৬ আগস্ট, ৩১ আগস্ট , ৩ অক্টোবর হয়ে শেষ ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। তবে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন,টিভি ও বেতারে ক্লাস চালিয়ে আসছে সরকার।

বাতিল হয়েছে যেসব পরীক্ষা

পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা।
এইচএসসি ও সমমানের পরীক্ষা।  

ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজ নিজ স্কুলে মূল্যায়নের কথা বলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সাপেক্ষে পঞ্চম শ্রেণির জন্য নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে। 

তবে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ থাকার মেয়াদ বাড়ানো হবে কী না সে বিষয়ে এখনো জানা যায়নি। যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হয়, সেক্ষেত্রে পঞ্চম শ্রেণির মূল্যায়ন না করে অটোপাস ছাড়া কোনও বিকল্প থাকবে না।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। দেশের মোট শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে পড়ে প্রায় পৌনে দুই কোটি ছেলেমেয়ে। আর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা সোয়া কোটির কিছু বেশি। বাকিরা অন্যান্য স্তরে পড়ছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত