বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিউশন ফি কমলেও আন্দোলন চলছে নর্থ সাউথে 

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:০২, ২০ অক্টোবর ২০২০

৬২০

টিউশন ফি কমলেও আন্দোলন চলছে নর্থ সাউথে 

টিউশন ফি’র ১০ শতাংশ ও  অন্যান্য ফি মওকুফ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এতেও সন্তুষ্ট নয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ছয় দফার অন্যতম ২০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবিতে এখনও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থান করছে তারা। 

মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম টিউশন ফি কমানো ও বাড়তি ফি সংক্রান্ত ঘোষণা দিলেও অবস্থান থেকে সরছেনা আন্দোলনকারীরা।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে আর্থিক সংকট বিবেচনায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত সেমিস্টারে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করে নর্থ সাউথ কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি একই থাকলেও কোনো নোটিশ ছাড়াই এ সুবিধা বাতিল করে কর্তৃপক্ষ। যে কারণে গত রবিবার (১৮ অক্টোবর) থেকে ছয় দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। 

তাদের দাবির মধ্যে আছে-

২০ শতাংশ টিউশন ফি মওকুফ। 
অর্থনৈতিক সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের শতভাগ ওয়েভার প্রদান।
সেমিস্টার ফির সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় না করা। 
শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের ব্যবস্থা করা।

বাড়তি ফি আদায় বন্ধ ও ২০ শতাংশ টিউশন ফি মওকুফসহ ছয় দফা দাবিতে উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত