জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা
পরীক্ষা নিতে এরইমধ্যে বেশ কয়েকটি বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন আটকে থাকা বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ৭ অক্টোবর থেকে সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের পরীক্ষা নেয়ার জন্য রুটিন দেয়ার নির্দেশ দিয়েছে।
সশরীরে হলেও করোনার কারণে অন্য সময়ের পরীক্ষা থেকে ভিন্ন পদ্ধতিতে নেয়া হবে পরীক্ষাগুলো। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখেই এসব পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা নিতে এরইমধ্যে বেশ কয়েকটি বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। দুই শিফটে পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা হচ্ছে। সকালে ৯টা অথবা সাড়ে ৯টায় একটা ও অপরটি সাড়ে ১২টা থেকে শুরু হবে।
এছাড়া কোনো বিভাগ মনে করলে দুই শিফটে নিতে পারবে। পরীক্ষায় সামাজিক দূরত্ব মানতে হবে, এক বেঞ্চে একজনের বেশি বসতে পারবে না। প্রত্যেক বিভাগেই কোয়ারেন্টাইন রুম থাকবে। কেউ আক্রান্ত কেউ হলে যাতে আলাদা করে পরীক্ষা নেয়া যায়। এ ছাড়া শিক্ষার্থীদের সুরক্ষাসামগ্রী নিশ্চিত করা ও প্রবেশের সময় তাপমাত্রা মাপা হবে।
পরীক্ষার সময়সূচি বিভাগগুলো তৈরি করবে। পাশাপাশি অনলাইন পরীক্ষার যে নীতিমালা সে হিসেবেও প্রস্তুতি নিয়ে রাখা হবে। আরও জানা গেছে, বিভাগগুলো ১৬ সেপ্টেম্বরের মধ্যে অনুষদে রুটিন জমা দেবে। পরীক্ষা ৭ অক্টোবর থেকে শুরু হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন