শিশুদের স্কুলে ফেরাতে সহযোগিতা করবে ‘নিরাপদে ইশকুলে ফিরি’
শিশুদের স্কুলে ফেরাতে সহযোগিতা করবে ‘নিরাপদে ইশকুলে ফিরি’
করোনা পরিস্থিতিতে প্রায় ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ জানিয়েছে ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইন পরিচালনাকারী ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। একই সঙ্গে এই পদক্ষেপে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেছে তারা।
এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাগুলোর তরফে জানানো হয়, সরকারের এই সিদ্ধান্ত এবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনে যোগ করেছে ভিন্নমাত্রা। শিশু শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, করোনা পরিস্থিতি বিবেচনায় ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনটি সরকারি দিকনির্দেশনা মেনে নিরাপদে শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে সরকারের সহায়ক হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করছে ক্যাম্পেইনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সুনির্দিষ্ট এবং বিস্তারিত বিবরণসহ একটি দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে শিশুদের স্কুলে ফেরানোর পরিকল্পনারও প্রশংসা করছে ক্যাম্পেইন পরিচালনাকারী সংস্থাগুলো। সেই সাথে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে মূলধারার শিক্ষা কার্যক্রম থেকে শিশুদের পিছয়ে পড়া ও ঝরে যাওয়া, বাল্যবিবাহ ও শিশুশ্রম বেড়ে যাওয়া, অনলাইন শিক্ষা কার্যক্রমে প্রান্তিক শিশুদের শতভাগ অংশগ্রহণ করতে না পারা সহ দীর্ঘ বিরতির ফলে শিশুদের মনস্তত্ত্বের উপর যে বিরূপ প্রভাব পড়েছে- এসকল বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনগুলোতে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সরকারকে আহ্বান জানাচ্ছে ক্যাম্পেইনটি। এক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করছে ১৮টি সংস্থা।
সরকারের স্কুল খোলার উদ্যোগকে সফল করতে এবং শিশুদের নিরাপদে মূল ধারার শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। সরকারের স্কুল খোলার পরিকল্পনায় সহযোগী ভূমিকা পালনের লক্ষ্যে এই ক্যাম্পেইনটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসির পাশাপাশি মাঠ পর্যায়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে।
ক্যাম্পেইনটিতে যোগদানকারী উন্নয়ন সংস্থাগুলো হল– ব্র্যাক, গণসাক্ষরতা অভিযান, ঢাকা আহছানিয়া মিশন, এডুকো বাংলাদেশ, এফআইভিডিবি, ফ্রেন্ডশিপ, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল- হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন, জাগরনী চক্র ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রুম টু রিড, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন, টিচ ফর বাংলাদেশ, ভিএসও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইপসা।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন