মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এইচএসসি ফরম পূরণ করলো ১৪ লাখ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:২৭, ৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৭:২৯, ৬ সেপ্টেম্বর ২০২১

৩৭২

এইচএসসি ফরম পূরণ করলো ১৪ লাখ শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা দিতে ফরম পূরণ করেছেন ১৪ লাখের বেশি শিক্ষার্থী
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা দিতে ফরম পূরণ করেছেন ১৪ লাখের বেশি শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী, যা গত বছর থেকে ৪১ হাজার বেশি। আন্তঃশিক্ষা বোর্ড থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষার জন্য এবার মোট ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। গতবছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার কয়েক দফা স্থগিত করে গত ১২ আগস্ট থেকে ফর্ম পূরণ শুরু হয়। শেষ হয় ৪ সেপ্টেম্বর। এবার অনলাইনে ফরম পূরণ করার পাশাপাশি বোর্ডের ফি মোবাইলের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করা হয়। 

এবার ঢাকা বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন। বরিশাল বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৬৬ হাজার ৯৭৮ জন। চট্টগ্রাম বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৯৬ হাজার ৮১২ জন। কুমিল্লা বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ১৪ হাজার ৭১১ জন। দিনাজপুর বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ১৩ হাজার ৩০৬ জন। যশোর বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ২৮ হাজার ৪৫৬ জন। ময়মনসিংহ বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৬৯ হাজার ৩০৭ জন। রাজশাহী বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ জন। সিলেট বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৬৬ হাজার ১০১ জন।

মাদ্রসা বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ১১ হাজার ১৩৭ জন। কারিগরিতে ঢাকা বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

করোনাভাইরাস মহামারিতে গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল ঘোষণা করা হয়। তবে এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত