মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্তের বৈঠক আজ

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৩:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২১

৪৮৮

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্তের বৈঠক আজ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্তের বৈঠক আজ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্তের বৈঠক আজ

প্রাথমিক থেকে উচ্চমাধ্যমমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ইতোমধ্যেই শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়ে দিলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সভা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত তারিখ আসবে। 

**‘প্রাথমিকভাবে স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস’

**উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ১২ সেপ্টেম্বর

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। মন্ত্রী জানিয়েছেন, আপাতত ছুটি বাড়ানোর আর কোনও পরিকল্পনা নেই। তাই আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে।

এছাড়া, এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতির মধ্যে নেওয়ার যে প্রচেষ্টা আছে সেটা অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে মত দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও। কমিটি বলছে, সংক্রমণ সর্বোচ্চ শনাক্ত থেকে ৭০ শতাংশ কমেছে। ধীরে ধীরে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এ জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যবিষয়ক বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সাপেক্ষে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।

এদিকে, স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের গত ২৪ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে স্কুল বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম দেশ। দীর্ঘ বন্ধের ফলে প্রাক্-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত চার কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত