মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবিতে সশরীরে দুটি পরীক্ষা নিলো সাংবাদিকতা বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:০১, ২ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০১:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২১

৬৬২

ঢাবিতে সশরীরে দুটি পরীক্ষা নিলো সাংবাদিকতা বিভাগ

শতভাগ পরীক্ষার্থী সশরীরে  উপস্থিত হয়ে দুটি পরীক্ষা দিয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই পরীক্ষা নিয়েছে। বিভাগের দুটি সেমিস্টারের পরীক্ষা বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে। এর একটি পরীক্ষা নেওয়া হয় সকাল ১১টায় আর দ্বিতীয়টি দুপুর ২টায়। 

বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় বছর ধরে বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আটকে থাকার কারণে যে সেশন জটের আশঙ্কা তৈরি হয়েছিলো এই পরীক্ষা তা থেকে শিক্ষার্থীদের মুক্তি দেবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এরই মধ্যে অনলাইনে পরীক্ষা নিতে শুরু করেছে। সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী তাদের শশরীরে পরীক্ষার হলে এনেই পরীক্ষা সম্পন্ন করে। 

সকালে বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাটি নেওয়া হয়। আর বিকেলে স্নাতক সপ্তম সেমিস্টার (চতুর্থ বর্ষ) এর চূড়ান্ত পরীক্ষা হয়। 

বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনসুর আহমেদ জানান, বিভাগের একাডেমিক কমিটি শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা দেওয়ার প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তা অনুমোদন করে। পরে তারা সামাজিক অনুষদের ডিনের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে পাঠালে সেখান থেকেও অনুমোদন পান।  

পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্য পর্যাপ্ত দূরত্ব নিশ্চিত করে আসন বিন্যাস করা হয়। শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করা হয়, জানান অধ্যাপক আবুল মনসুর। 

আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই বিভাগের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাও সশরীরে নেওয়া শুরু হবে।

আবুল মনসুর আহমেদ বলেন, প্রথম দিনের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত থেকে পরীক্ষা দিয়েছে। এর মানেই হচ্ছে- তারা আর পিছিয়ে পড়তে চায় না। পরীক্ষা দিয়ে সামনে এগিয়ে যেতে চায়। 

বিভাগের পক্ষ থেকে আমাদের দায়িত্ব হচ্ছে, পরীক্ষার সময় যাতে কোনোভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় এবং কেউ যেনো কোনো ঝুঁকি না নেয় সেটা নিশ্চিত করা, বলেন এই বিভাগীয় প্রধান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত