মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেডিকেল, ডেন্টাল, নার্সিং কলেজ খুলছে ১৩ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:০৮, ২ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৪:১৪, ২ সেপ্টেম্বর ২০২১

৪০৫

মেডিকেল, ডেন্টাল, নার্সিং কলেজ খুলছে ১৩ সেপ্টেম্বর

মেডিকেল, ডেন্টাল ও নার্সিং বিষয়ক সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে
মেডিকেল, ডেন্টাল ও নার্সিং বিষয়ক সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে

মেডিকেল, ডেন্টাল ও নার্সিং বিষয়ক সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে। সচিবালয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারের এ সিদ্ধান্ত জানান। তবে সব প্রতিষ্ঠান একেবারে না খুলে পর্যায়ক্রমে খোলা হবে। এছাড়া মানতে হবে স্বাস্থ্যবিধির শর্ত এবং কোথাও কোনও সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেই প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলেও সিদ্ধান্তে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে করোনা নিয়ন্ত্রণক বিষয়ক জাতীয় কারিগরি কমিটি, সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রিন্সিপালসহ সবার মতামত নিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দ্রুত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। 

  • শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিষ্টদের মাস্ক পরতে হবে
  • সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে
  • পর্যায়ক্রমে প্রতিষ্ঠান খোলা হবে 
  • কোনো সংকট দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে

মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজসহ স্বাস্থ্যবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার তারিখ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের মাস্ক পরে ক্লাসে যেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়া তাদের স্বাস্থ্য সুরক্ষায় সব ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী জানান সব একবারে খোলা হবে না। পর্যায়ক্রমে খোলা হবে। পর্যবেক্ষণ করা হবে। কোনো সংকট দেখা দিলে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সে ব্যবস্থা রাখা হচ্ছে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সম্ভাব্যতা যাছাইয়ে আগামী রবিবার আন্তমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়সূত্রে কয়েকদিন আগেই জানা গিয়েছিল, সংক্রামণ ১০ শতাংশের নিচে নামলে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

দেশে করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত