মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্কুল শিক্ষার্থীদের টিকা নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৩৮, ১ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:৪০, ১ সেপ্টেম্বর ২০২১

৫৫২

স্কুল শিক্ষার্থীদের টিকা নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি নিয়ে এগুচ্ছে সরকার
স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি নিয়ে এগুচ্ছে সরকার

স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি নিয়ে এগুচ্ছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক বসছে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বুধবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

মহাপরিচালক বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ে আগামীকাল (বৃহস্পতিবার) একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনাভাইরাসের টিকা দেয়া হবে কি না। প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে।’

বাচ্চাদের টিকা দেয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা অধিদপ্তর পায়নি বলেও জানান মহাপরিচারক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব ব্যবস্থাপনার শিশুদের ফাইজারের টিকা দিচ্ছে। 

তিনি বলেন,  দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিশুদের পড়াশোনা অনেকটা স্থবির। দীর্ঘদিন ঘরে থেকে শিশুরা অনেক ধরনের অসুবিধায় পড়েছে। তাদের দ্রুত টিকা দিয়ে স্কুল-কলেজে আনতে পারলে সেটা খুবই ভালো হবে। শিক্ষকদের টিকা দেয়া মোটামুটি শেষ বলেও জানান আবুল বাশার খুরশীদ আলম।

দেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

পরে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়। এ মাসে স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত আসবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে বলেছেন। শিক্ষা মন্ত্রণালয়ও বলছে, শিক্ষার্থীসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের টিকার আওতায় আনা সম্ভব হলে এবং সংক্রমণ পরিস্থিতির উন্নতি হলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দিতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত