মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি চায় স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৩১, ২৫ আগস্ট ২০২১

৭৮২

শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি চায় স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েছে সরকার। সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলো খোলা হলে শিক্ষার্থীরা যাতে করোনায় সংক্রমিত না হয়, সে জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার (২৫ আগস্ট) ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা জানিয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ কী কিংবা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা জানতে চাওয়া হয় নাজমুলের কাছে।

জবাবে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তর বরাবরই স্বাস্থ্যবিধির জায়গাটিকে প্রধান্য দিয়ে আসছে। জনস্বাস্থ্য ও জনস্বার্থের বিষয়টি সমন্বয় করে আমরা পরামর্শ দিয়ে আসছি। আমরা আশা করি এই দুইটি দিক প্রাধান্য দিলে নিরাপত্তার জায়গাটিতে আশ্বস্ত হতে পারব।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খুলতে দিলে মানতে হবে স্বাস্থ্যবিধি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি প্রধান্য দিব।’

করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানলে নতুন সংকটে পড়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ডা. নাজমুল বলেন, গত ৮ মামের মধ্যে আগস্ট মাসে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি ছিল। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে যেসব জায়গা ডেঙ্গু বেশি, সেসব এলাকায় ডেঙ্গু নিধনে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে বলা হয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত