বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি নিয়ে বসছেন উপাচার্যরা

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৫৭, ১৭ অক্টোবর ২০২০

৫৯৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি নিয়ে বসছেন উপাচার্যরা

করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করেছে সরকার। জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এইচএসসির ফল। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সশরীরে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে কি না, সে প্রশ্ন সামনে এসেছে। 

তাই আগামী শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি কোন পদ্ধতিতে হবে তা নির্ধারণে সময়ও এসেছে। এ পদ্ধতি নির্বাচনে তা নিয়ে আলোচনায় বসছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সংগঠন উপাচার্য পরিষদ।

উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভা ডাকা হয়েছে শনিবার (১৭ অক্টোবর)।  বৈঠকটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে জুমের মাধ্যমে পরিচালিত হবে। সভায় সব বিশ্ববিদ্যালয় তাদের প্রস্তাব দেবে। তারপর সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

গত ১৫ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে উপাচার্যদের নিয়ে ইউজিসির অন্যান্য কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। সেখানে ভর্তি পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করার তাগিদ দেয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিষয়ে ইউজিসি কিছু দিক নির্দেশনা দিয়েছে। 

এছাড়া করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে এখনই বিশ্ববিদ্যালয় খোলা মোটেও সমীচীন হবে না বলে মত দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। কারণ, বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় খোলার পর করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সবাই একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা চাচ্ছে। তারপর ভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দরকার। সেই বৈঠকেই জানানো হয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পদ্ধতির বিষয়ে ১৭ অক্টোবরের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত