মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেবে সরকার 

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:০৮, ১৪ আগস্ট ২০২১

আপডেট: ১৩:১২, ১৪ আগস্ট ২০২১

৪৮৯

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেবে সরকার 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা প্রশাসনিক ও আর্থিক অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে মালিকদের একগুচ্ছ ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ পরিবর্তন করতে যাচ্ছে সরকার। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ কর্তৃপক্ষ বোর্ড অব ট্রাস্টিজে শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করার বিধান আসছে। ট্রাস্টি বোর্ডের পরিধি নয়জনের পরিবর্তে ১৫ জন করে অন্তত ৫ জন শিক্ষাবিদ রাখার বিধান রেখে বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের সুপারিশ করা হচ্ছে। উপাচার্য নিয়োগে ট্রাস্টি বোর্ড কোনো সুপারিশ করবে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সরকারই নিয়োগ দেবে  ভিসি-প্রোভিসি ও কোষাধ্যক্ষ।

এছাড়া সংশোধনী প্রস্তাবে রয়েছে, প্রতি দুই মাসে অন্তত একটি করে সিন্ডিকেট সভার আয়োজন, টিউশন ফি নির্ধারণের তথ্য ইউজিসিকে অবহিতকরণ, যৌন হয়রানি রোধ ইত্যাদি। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ বোর্ড অব ট্রাস্টিজ। বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কাঠামো থেকে শুরু করে সংবিধি, বার্ষিক কর্মপরিকল্পনা, বাজেটসহ সবকিছুই অনুমোদন দেয় এ বোর্ড। এ বোর্ডে নির্দিষ্ট শিক্ষাবিদরা থাকলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা সম্ভব হবে বলে মতামত সংশ্লিষ্টদের।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ বলেন, আমরা আইন সংশোধনের বিষয়ে প্রতিবেদন তৈরি করতে কয়েকদফা বসেছি। আইন সংশোধনের প্রতিবেদন তৈরিতে আরও দুই-একটি সভা দরকার হবে। এরপর প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত