মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৩২, ৮ আগস্ট ২০২১

আপডেট: ১৩:৩৮, ৮ আগস্ট ২০২১

৪৮৬

ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী মারা গেছেন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানী নাজমা চৌধুরী আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৮ আগস্ট) তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গুলশানের আজাদ মসজিদে আসরের নামাজের পর তার জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন হবে।

১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি বর্তমান সিলেটে জন্মগ্রহণ করেন নাজমা চৌধুরী। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৯ বছর।

দেশের নারী শিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে নাজমা চৌধুরীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।

তার সম্পাদিত বই ‘উইমেন অ্যান্ড পলিটিকস ওয়ার্ল্ডওয়াইড’ ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের পুরস্কার পায়।

নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাজমা চৌধুরীকে ২০০৭ সালে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। ২০০৮ সালে তিনি একুশে পদক পান।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত