মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৫৩, ২০ জুলাই ২০২১

৪৩৪

রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সুলতান-উল-ইসলাম মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

১৬, ১৭ ও ১৮ আগস্ট ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে এ তারিখ পেছানো হয়েছে।

ঈদুল আজহার পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, ‘আগস্টের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার ঊর্ধ্বগতির কারণে এই সময়ে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।

‘পরীক্ষা স্থগিত করতে গতকাল সোমবার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আজ সেই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ঈদের পর করোনার অবস্থা বুঝে নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত