মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষকের বিরুদ্ধে শাস্তি ‘বিদ্বেষমূলক’

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:০০, ১ জুলাই ২০২১

আপডেট: ১৪:১১, ১ জুলাই ২০২১

১৬২৯

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষকের বিরুদ্ধে শাস্তি ‘বিদ্বেষমূলক’

মাহবুবুল হক ভূঁইয়া ও কাজী আনিছ
মাহবুবুল হক ভূঁইয়া ও কাজী আনিছ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষের নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাকে বিদ্বেষমূলক, অস্বাভাবিক ও অসৎ উদ্দেশ্যের ইঙ্গিতবাহী বলে চিহ্নিত করেছেন দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্কের সদস্য শিক্ষকরা। তারা এ ধরনের উদ্যোগকে দেশের শিক্ষার পরিবেশের জন্য অশনি সংকেত স্বরূপ বলে উল্লেখ করেছেন। 

বৃহস্পতিবার (১ জুলাই) দেওয়া একটি বিবৃতিতে ভার্চুয়াল স্বাক্ষর করেছেন নেটওয়ার্কের ১৫৬ জন শিক্ষক সদস্য। এই বিবৃতিতে তারা বলেছেন-

গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এবং একই বিভাগের শিক্ষক কাজী আনিছের পদোন্নতি বাতিল-সংক্রান্ত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। 

প্রথম সংবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য-সরবরাহকারীকে চিহ্নিত করতে, একটি তদন্ত কমিটি গঠন করে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়। উল্লেখ্য উক্ত তদন্ত কমিটি তথ্য সরবরাহকারী হিসেবে মাহবুবুল হক ভূঁইয়াকে চিহ্নিত করে এবং এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিণ্ডিকেট তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে উক্ত পরিস্থিতির অবতারণা, তার সম্পর্কে জানা যায়, ওই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেও মেধা তালিকায় ১২ তম স্থান অধিকার করে। গণমাধ্যমে প্রকাশিত যে, এর পরিপ্রেক্ষিতে গঠিত প্রথম তদন্ত কমিটি ওই ঘটনায় ইউনিট কমিটির গাফিলতি ও দায়িত্বে অবহেলার প্রমাণ পায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশও করে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ঘটনায় দায়ীদের বিচারের উদ্যোগ না নিয়ে, বরং অত্যন্ত গাফিলতিপূর্ণ ও একই সাথে অভাবনীয় এরূপ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং ওই ঘটনা প্রকাশের তথ্যসূত্র বের করার জন্য ‘উচ্চতর তদন্ত কমিটি’ নামে ২য় তদন্ত কমিটি গঠন করে। তারা মনে করছে যে কোনো ধরনের অন্যায়-অসঙ্গতি সংগঠিত হওয়ার ক্ষেত্র হিসেবে তাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, বরং অসঙ্গতি প্রকাশে তাদের ভাবমূর্তি বেশি ক্ষুণ্ণ হয়েছে। অথচ দায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়াটাই তাদের ভাবমূর্তির জন্য শ্রেয় হতে পারতো, যা তারা বিবেচনায় নেয়নি। এটি অস্বাভাবিক ও বিশ্ববিদ্যালয়- কর্তৃপক্ষের অসৎ উদ্দেশ্যের ইঙ্গিতবাহী।  

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি এই রকম গর্হিত প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, এতে শুধু ব্যক্তি মাহবুবই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা শিক্ষার পরিবেশের জন্য অশনি সংকেত স্বরূপ।  

অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই বিভাগের শিক্ষক কাজী আনিছের পদোন্নতি আটকে দেওয়ার মাধ্যমে, আরও একটি অন্যায়ের সূত্রপাত করেছে বলে আমরা মনে করছি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৭৯ তম সিণ্ডিকেটে উক্ত শিক্ষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছিলো। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয় থেকে সে অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন। কিন্তু পরবর্তী সিণ্ডিকেটের মাধ্যমে কর্তৃপক্ষ ঠুনকো অজুহাতে তার পদোন্নতি বাতিল করে। তাদের অভিযোগ, কাজী আনিছের পূর্ববর্তী অভিজ্ঞতার সনদে সম্বোধনের স্থলে ‘To Registrar’ এর বদলে ‘To Whom It May Concern’ লেখা ছিলো। এধরনের ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের মূলনীতি বিরুদ্ধ ও অসামঞ্জস্যপূর্ণ। এসব ঘৃণিত পদক্ষেপ আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল শিক্ষকদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগণতান্ত্রিক ও বিদ্বেষপূর্ণ আচরণ হিসেবে আমরা দেখছি। এতে সার্বিকভাবে সমাজে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিনষ্ট হয়। 
তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ওই দুইজন শিক্ষকের বিরুদ্ধে নেয়া বিদ্বেষমূলক সিদ্ধান্ত, দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহারের ব্যপারে আমরা জোর দাবি জানাচ্ছি।

স্বাক্ষর প্রদানকারী শিক্ষক (১৫৬ জন)
আনুু মুহাম্মদ    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি, অধ্যাপক, কামরুল হাসান মামুন ঢাকা বিশ্ববিদ‌্যালয় পদার্থবিদ্যা    অধ্যাপক, ফাহমিদুুল হক, ঢাকা বিশ্ববিদ‌্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা, অধ্যাপক, আরিফুজ্জামান রাজীব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইটিই, সহকারি অধ্যাপক, নাসির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইংরেজি, অধ্যাপক, মোহাম্মদ খোরশেদ আলম    ঢাকা বিশ্ববিদ‌্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সহকারি অধ্যাপক, মানস চৌধুরী    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ, অধ্যাপক, মার্জিয়া রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সহকারি অধ্যাপক, জাকিয়া সুলতানা মুক্তা    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বাংলা, সহকারি অধ্যাপক, রাইসুল সৌরভ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইন    সহকারি অধ্যাপক, কাজী মসিউর রহমান, শেমুরবিপ্রবি, গোপালগঞ্জ, ইংরেজি বিভাগ, সহকারি অধ্যাপক, মাইদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সমাজতত্ত্ব বিভাগ    সহকারি অধ্যাপক, তাসমিয়াহ তাবাসসুম সাদিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, আন্তর্জাতিক সম্পর্ক, প্রভাষক, মাহমুদা আকন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দর্শন, সহযোগী অধ্যাপক, আর রাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যোগাযোগ ও সাংবাদিকতা    সহকারি অধ্যাপক, সুদীপ্ত শর্মা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    যোগাযোগ ও সাংবাদিকতা, সহকারি অধ্যাপক, আরাফাত রহমান    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সম্পর্ক, প্রভাষক, আলি আহসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রভাষক, মাহমুদুল হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রভাষক, জি এইচ হাবীব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইংরেজি সহকারি অধ্যাপক, পারভীন জলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগ, সহযোগী অধ্যাপক, হাবিবা রহমান    ঢাকা বিশ্ববিদ্যালয়, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ, সহকারি অধ্যাপক, সুবর্ণা মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যোগাযোগ ও সাংবাদিকতা, সহযোগী অধ্যাপক
গাজী মোঃ মাহবুব মুর্শিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলা, অধ্যাপক, তপন মাহমুদ লিমন    স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ    সহকারি অধ্যাপক, রায়হান রাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দর্শন বিভাগ, অধ্যাপক, মামুন অর রশিদ, খুলনা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগও সাংবাদিকতা     সহকারি অধ্যাপক, রাজীব নন্দী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সহকারি অধ্যাপক, অর্ণব বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, প্রভাষক, ড. আবদুল কাবিল খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ( ইউল্যাব), মিডিয়া স্ট্যাডিজ অ্যান্ড জার্নালিজম, সহকারি অধ্যাপক, মারিয়া তাহসিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান, প্রভাষক, মোঃ মহিবুল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিএসই, প্রভাষক, উজ্জ্বল মণ্ডল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়    জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, সহকারি অধ্যাপক, মোহাম্মদ নাসির হুসেইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অর্থনীতি, সহকারি অধ্যাপক, কাজী ওমর সিদ্দিকী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্যবস্থাপনা শিক্ষা, সহকারি অধ্যাপক, হীরামণি আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ, প্রভাষক, মোঃ মোশাররফ হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,    ব্যবস্থাপনা বিভাগ, প্রভাষক, চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিএসই, প্রভাষক, মোঃ আরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, প্রভাষক, মাহবুবা ইয়াসমিন তুরাবা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, প্রভাষক, সৈয়দ হাসান মাহমুদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইংরেজি, সহকারি অধ্যাপক, মোহাম্মদ আতিকুর রহমান,    কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রসায়ন, সহকারি অধ্যাপক, মো: সাহেদুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগ, সহকারি অধ্যাপক, রুমানা রহমান    খুলনা বিশ্ববিদ্যালয়    ইংরেজি ডিসিপ্লিন    সহকারি অধ্যাপক,  বনানী বিশ্বাস    কুমিল্লা বিশ্ববিদ্যালয়    ইংরেজি, সহযোগী অধ্যাপক, ডঃ বনানী বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইংরেজি, সহযোগী অধ্যাপক, শেহরীন আতাউর খান     জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইংরেজি, সহকারি অধ্যাপক, মোঃ মঞ্জুর হোসেন     কুমিল্লা বিশব্বিদ্যালয়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং    প্রভাষক, শামস্ আরা খাঁন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফার্মেসী, সহকারি অধ্যাপক, সৌভিক রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ, অধ্যাপক, মাহমুদা আক্তার, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি     জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, প্রভাষক, সামিনা লুৎফা    ঢাকা বিশ্ববিদ্যালয়, সমাজবিজ্ঞান বিভাগ, সহযোগী অধ্যাপক, মুহাম্মদ শামসুজ্জামান মিলকী     কুমিল্লা বিশ্ববিদ্যালয়     বাংলা    সহযোগী অধ্যাপক, গৌতম রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট    সহকারি অধ্যাপক, আমিনা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সহকারি অধ্যাপক, মোঃ বেলাল হুসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা    সহকারি অধ্যাপক, সারা মনামী হোসেন    খুলনা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন, সহকারি অধ্যাপক, ফারজানা তাসনিম, খুলনা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, প্রভাষক, মাহমুদুল সুমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান, অধ্যাপক, এন, এম, রবিউল আউয়াল চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়    নৃবিজ্ঞান     সহকারি অধ্যাপক, সিত্তুল মুনা হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দর্শন, অধ্যাপক, কাজলী সেহরীন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা    সহকারি অধ্যাপক, মোঃ রহমতুল্লাহ     বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রভাষক, বারেক হোসেন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগ, প্রভাষক, সাদিয়া জাহান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ফার্মেসী, প্রভাষক, ইমরান হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,  সহকারি অধ্যাপক, মো. শরিফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন, সহকারি অধ্যাপক, রিফাত নাহরিন    কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অর্থনীতি, প্রভাষক, মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি, ইংরেজি, প্রভাষক, শামীমা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলা, প্রভাষক, জিল্লুর রহমান,  কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গণিত, সহকারি অধ্যাপক, কাজী শুসমিন আফসানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়,  নাট্যকলা, সহযোগী অধ্যাপক, কাজী মারুফুল ইসলাম,  ঢাকা বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অধ্যয়ন, অধ্যাপক, রাকিব আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, সহযোগী অধ্যাপক, মৃধা মোঃ শিবলী নোমান,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়    সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন, প্রভাষক, মোহাম্মদ রাশেদুল হাসান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাংবাদিকতা ও গণযোগাযোগ, জ্যেষ্ঠ প্রভাষক, এ টি এম সাইফুল ইসলাম, বশেমুরবিপ্রবি, ইইই, সহকারি অধ্যাপক, মাজিদুল ইসলাম    খুলনা বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন     সহকারি অধ্যাপক, মোত্তুজা আহমেদ     খুলনা বিশ্ববিদ্যালয়     ব্যবসায় প্রশাসন     সহযোগী অধ্যাপক, নাসরিন খন্দকার     জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়     নৃবিজ্ঞান     সহযোগী অধ্যাপক, জায়েদা শারমিন    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়    পলিটিক্যাল স্টাডিজ     অধ্যাপক, মোঃ আওলাদ হোসেন     কুমিল্লা বিশ্বিবদ্যালয়    মার্কেটিং     সহকারি অধ্যাপক, সুস্মিতা চক্রবর্তী     রাজশাহী বিশ্ববিদ্যালয়     ফোকলোর     অধ্যাপক, মোহাম্মদ সৈয়দুর রহমান     কুমিল্লা বিশ্ববিদ্যালয়    রসায়ন     অধ্যাপক, মোহাম্মদ মজিবুর রহমান     ঢাকা বিশ্ববিদ্যালয়     শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট     সহযোগী অধ্যাপক, মোহাম্মদ আজম     ঢাকা বিশ্ববিদ্যালয়     বাংলা     অধ্যাপক, সুমাইয়া শিফাত    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়     জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ     সহকারি অধ্যাপক, সালমা আহমেদ    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়    জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ    সহকারি অধ্যাপক, ইসরাত জাহান লিপা    কুমিল্লা বিশ্ববিদ্যালয়    নৃবিজ্ঞান    প্রভাষক, তানিয়া সুলতানা    স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ    সাংবাদিকরা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ    সহকারি অধ্যাপক, মৌসুমী খাতুন    খুলনা বিশ্ববিদ্যালয়     গণযোগাযোগ ও সাংবাদিকতা    সহকারি অধ্যাপক, কাজী রবিউল আলম     রাজশাহী বিশ্ববিদ্যালয়     নৃবিজ্ঞান     সহযোগী অধ্যাপক, গীতি আরা নাসরীন    ঢাকা বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ    অধ্যাপক, নিয়ামুন নাহার     বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর    গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ     সহকারি অধ্যাপক, Md. Anamul Haque     Comilla University     Management Studies     প্রভাষক, মির্জা তাসলিমা সুলতানা     জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়     নৃবিজ্ঞান     অধ্যাপক, সেলিম রেজা নিউটন    রাজশাহী বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ    সহযোগী অধ্যাপক, আমেনা বেগম     কুমিল্লা বিশ্ববিদ্যালয়     তথ্য ও যোগাযোগ প্রযুক্তি     প্রভাষক, জোবাইদা নাসরীন    ঢাকা বিশ্ববিদ্যালয়    নৃবিজ্ঞান    সহযোগী অধ্যাপক, মোঃ মঈনুল হাছান     কুমিল্লা বিশ্ববিদ্যালয়     মার্কেটিং     সহযোগী অধ্যাপক, স্বাধীন সেন    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়    প্রত্নতত্ত্ব বিভাগ    অধ্যাপক, মো. গোলাম রহমান    ড্যাফোডিল ইন্টারন্যাশনাল উনিভার্সিটি    সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ    অধ্যাপক, আবুল ফজল     খুলনা বিশ্ববিদ্যালয়     বাংলা     সহকারি অধ্যাপক, ফেরদৌস জাহান     কুমিল্লা বিশ্ববিদ্যালয়    ফিন্যান্স এন্ড ব্যাংকিং    সহকারি অধ্যাপক, সহিবুর রহমান     বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর    গণযোগাযোগ ও সাংবাদিকতা     প্রভাষক, আ-আল মামুন    রাজশাহী বিশ্ববিদ্যালয়     গণযোগাযোগ ও সাংবাদিকতা। রাবি।    সহযোগী অধ্যাপক, ড. স্বপন চন্দ্র মজুমদার    কুমিল্লা বিশ্ববিদ্যালয়    অর্থনীতি    সহযোগী অধ্যাপক, আসিফ মোহাম্মদ শাহান    ঢাকা বিশ্ববিদ্যালয়     উন্নয়ন অধ্যয়ন বিভাগ    সহযোগী অধ্যাপক, মনিরা বেগম     বরিশাল বিশ্ববিদ্যালয়     গণযোগাযোগ ও সাংবাদিকতা     সহকারি অধ্যাপক, সংগীতা বসাক    কুমিল্লা বিশ্ববিদ্যালয়    ব্যবস্থাপনা শিক্ষা    প্রভাষক, শামীমা নাসরিন    কুমিল্লা বিশ্ববিদ্যালয়     নৃবিজ্ঞান বিভাগ    সহযোগী অধ্যাপক, ছোটন দেবনাথ    খুলনা বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা     সহযোগী অধ্যাপক, মাহদী আল মুহতাসিম    খুলনা বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন     প্রভাষক, ফরিদ উদ্দিন     কুমিল্লা বিশ্ববিদ্যালয়    নৃবিজ্ঞান     প্রভাষক, নিশাত নিগার    কুমিল্লা বিশ্ববিদ্যালয়     মার্কেটিং    প্রভাষক, মোঃ আসাদুজ্জামান     ঢাকা বিশ্ববিদ্যালয়     গণযোগাযোগ ও সাংবাদিকতা     সহকারি অধ্যাপক, বখতিয়ার আহমেদ    রাজশাহী বিশ্ববিদ্যালয়    নৃবিজ্ঞান    অধ্যাপক, সাঈদ ফেরদৌস     জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়     নৃবিজ্ঞান বিভাগ     অধ্যাপক, মাসউদ ইমরান    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‍্যালয়    প্রত্নতত্ত্ব    অধ্যাপক, আব্দুল্লাহ আল মামুন    রাজশাহী বিশ্ববিদ্যালয়     ইংরেজি     অধ্যাপক, নাসির উদ্দিন আহমদ     জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইংরেজি অধ্যাপক, সামিয়া আসাদী     স্টামফোর্ড ইউনিভার্সিটি     সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন    সহকারি অধ্যাপক, ড. মো: শাহাদাৎ হোসেন    কুমিল্লা বিশ্ববিদ্যালয়    রসায়ন বিভাগ    সহযোগী অধ্যাপক, আনু মুহাম্মদ    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়    অর্থনীতি    অধ্যাপক, ইব্রাহীম বিন হারুন     জগন্নাথ বিশ্ববিদ্যালয়     গণযোগাযোগ ও সাংবাদিকতা    সহকারি অধ্যাপক, মো: উজ্জল তালুকদার     খুলনা বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন     প্রভাষক, আফতাব হোসেন    ্ড্যাফডিল ইন্টারন্যাশ্নাল ইউনিভার্সিটি    সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ    জ্যোষ্ঠ প্রভাষক, দীপ্তি দত্ত    ঢাকা বিশ্ববিদ্যালয়    প্রাচ্যকলা বিভাগ    সহকারি অধ্যাপক, মোহাম্মদ আইনুল হক    কুমিল্লা বিশ্ববিদ্যালয়     নৃবিজ্ঞান    সহযোগী অধ্যাপক, মো. মামুন অা. কাইউম    রাজশাহী বিশ্ববিদ্যালয়     গণযোগাযোগ ও সাংবাদিকতা     সহকারি অধ্যাপক, মো: জিয়া উদ্দিন    কুমিল্লা বিশ্ববিদ্যালয়    লোক প্রশাসন    সহকারি অধ্যাপক, মোঃ এমদাদুল হক     কুমিল্লা বিশ্ববিদ্যালয়     ফিন্যান্স এন্ড ব্যাংকিং     সহকারি অধ্যাপক, ড. অলিউর রহমান    গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ    জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগ    চেয়ারপার্সন, ড. মোহাম্মদ মিজানুর রহমান    কুমিল্লা বিশ্ববিদ্যালয়     এ আই এস    সহযোগী অধ্যাপক, মো. মিনহাজ উদ্দীন    জগন্নাথ বিশ্ববিদ্যালয়    গণযোগোযোগ ও সাংবাদিকতা বিভাগ    সহকারি অধ্যাপক, মো. মিঠুন মিয়া     জগন্নাথ বিশ্ববিদ্যালয়     গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ     সহকারি অধ্যাপক, Abdullah Harun Chowdhury     Khulna University     Environmental Science Discipline     অধ্যাপক, মুছাব্বের উদ্দিন আহমেদ    ঢাকা বিশ্ববিদ্যালয়    তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই)    অধ্যাপক, কামাল চৌধুরী     ঢাকা বিশ্ববিদ্যালয়     ক্লিনিক্যাল সাইকোলজি     সহযোগী অধ্যাপক, অবন্তী মেহতাজ    জগন্নাথ বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা    সহকারি অধ্যাপক, মোঃ আতিকুর রহমান    কুমিল্লা বিশ্ববিদ্যালয়    গণিত     সহকারি অধ্যাপক, মোঃ জাহিদ হাসান    কুমিল্লা বিশ্ববিদ্যালয়    ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ    প্রভাষক, সারোয়ার আহমাদ     বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর     গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ    প্রভাষক, জয় চন্দ্র রাজবংশী    কুমিল্লা বিশ্ববিদ্যালয়     ফার্মেসী     সহকারি অধ্যাপক, মাধব দীপ    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ    সহকারি অধ্যাপক, ফাহিমা দূররাত    ঢাকা বিশ্ববিদ্যালয়     শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ    সহকারি অধ্যাপক, ড. সাদাফ নূর     চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়     নৃবিজ্ঞান বিভাগ     সহযোগী অধ্যাপক, তাসনীম সিরাজ মাহবুব    ঢাকা বিশ্ববিদ্যালয়    ইংরেজি    সহযোগী অধ্যাপক, হানিয়্যুম মারিয়া খান    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়     এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট     প্রভাষক, জাকারিয়া খান    জগন্নাথ বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা    সহকারি অধ্যাপক, মোঃ মোশাররফ হোসাইন    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে    Management    প্রভাষক, আব্দুল্লাহ বাকী    রাজশাহী বিশ্ববিদ্যালয়    গণযোগাযোগ ও সাংবাদিকতা    সহকারি অধ্যাপক, মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী     কুমিল্লা বিশ্ববিদ্যালয়     মার্কেটিং    সহকারি অধ্যাপক, সায়েমা খাতুন     জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়     নৃবিজ্ঞান     সহযোগী অধ্যাপক, মো: তোফায়েল হোসেন মজুমদার    কুমিল্লা বিশ্ববিদ্যালয়    একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস     সহযোগী অধ্যাপক, Krishna Kumar Saha     Comilla University     Public Administration     সহকারি অধ্যাপক, মোশাহিদা সুলতানা    ঢাকা বিশ্ববিদ্যালয়    একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস    সহযোোগী অধ্যাপক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত