মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবিতে অনলাইন পরীক্ষা জুমে, থাকতে হবে নিরবচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:৩৭, ২৭ জুন ২০২১

৫০৩

ঢাবিতে অনলাইন পরীক্ষা জুমে, থাকতে হবে নিরবচ্ছিন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেয়া হবে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ব্যবহার করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেয়া হবে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ব্যবহার করে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেয়া হবে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ব্যবহার করে। পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থী বিচ্ছিন্ন হতে পারবে না বলে জানানো হয়েছে।

বৈদ্যুতিক বা যান্ত্রিক ত্রুটি অথবা ইন্টারনেটসংশ্লিষ্ট প্রতিবন্ধকতার কারণে কোনো পরীক্ষার্থী জুম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে পাঁচ মিনিটের মধ্যে মোবাইল ফোনে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। রবিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হয়।

দেশে করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। মে মাসে প্রতিষ্ঠান খোলার ঘোষণা এলেও করোনার দ্বিতীয় ঢেউ সেই পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে। এরপর জুনের মাঝামাঝি সময়ে আবার বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে পর্যালোচনার কথা জানানো হলেও করোনা পরিস্থিতির আবার অবনতিতে খোলেনি বিশ্ববিদ্যালয়।

এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা নেয়ার চিন্তা বাদ দিয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার পরিকল্পনাই এগিয়ে নিচ্ছে। আর এ জন্যই বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়ার নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালায় যা যা আছে-

পরীক্ষা গ্রহণের জন্য প্রতি সেমিস্টার বা বর্ষের শিক্ষার্থীদের গুগল ক্লাসরুম ব্যবহার করতে হবে । প্রতি সেমিস্টার বা বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি ক্লাসরুম অ্যাকাউন্ট খোলা হবে। সংশ্লিষ্ট পরীক্ষা ‍কমিটি এই ক্লাসরুম খুলবে। এ ক্ষেত্রে অবশ্যই ইনস্টিটিউশনাল ই-মেইল আইডি ব্যবহার করতে হবে।

শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে গুগল ক্লাসরুম অ্যাকাউন্টে যোগ দেবে। প্রতিটি পরীক্ষার জন্য আলাদা অ্যাসাইনমেন্ট খোলা হবে। অ্যাসাইনমেন্টে নির্ধারিত পরীক্ষার প্রশ্নপত্র সংযুক্ত থাকবে যা পরীক্ষার পাঁচ মিনিট আগে গুগল ক্লাসরুমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে।

অনলাইন মিটিং প্ল্যাটফর্ম জুম ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই বিডিআরইএন থেকে প্রদত্ত জুমের অ্যাকাউন্টটি ব্যবহার করতে হবে। পরীক্ষার সময় ও নম্বর প্রচলিত সময় ও নম্বরের অর্ধেক হবে। তবে নম্বর ফল বিন্যাসের সময় দ্বিগুণ করে পূর্ণ নম্বরে রূপান্তরিত করতে হবে।

দৃষ্টিহীন শিক্ষার্থীরা প্রতি ঘণ্টার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় বেশি পাবে। তারা নিজ দায়িত্বে তার চেয়ে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন একজন শ্রুতলেখক নির্বাচন করতে পারবে। শ্রুতলেখকের শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত প্রমাণপত্র, ছবি ও ফোন নম্বর পরীক্ষা শুরুর সাত দিন আগে বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউট পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের ই-মেইলে পাঠিয়ে দিতে হবে।

১৫ মিনিট আগেই জুমে জয়েনের বাধ্যবাধকতা-

এই বিষয়টি উল্লেখ করে নীতিমালায় বলা হয়, এ ক্ষেত্রে নামের পরিবর্তে শুধু পরীক্ষার রোল নম্বর ব্যবহার করতে হবে।

পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের ভিডিও সচল রাখতে হবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠার এডিটেবল সফট কপি পরীক্ষা শুরুর কমপক্ষে এক দিন আগে পরীক্ষার্থীদের সরবরাহ করতে হবে। পরীক্ষা কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পরীক্ষার খাতার অনুকরণে এই কভার পৃষ্ঠা তৈরি করবে।

প্রশ্নপদ্ধতি কেমন-

প্রশ্নপত্র হবে প্রচলিত পদ্ধতির (বর্ণনামূলক, এমসিকিউ ও সংক্ষিপ্ত)। তবে বিভাগের অ্যাকাডেমিক কমিটি চাইলে তা পরিবর্তন করতে পারবে।

পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগেই বিভাগ থেকে প্রশ্নপত্রের ধরন সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে। এ ছাড়া প্রচলিত পদ্ধতিতেই প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন করতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর আগেই প্রয়োজনীয় তথ্য ওই সফট কপিতে পূরণ করে প্রিন্ট করবে অথবা কপিটি প্রিন্ট নিয়ে হাতে পূরণ করবে।

প্রিন্টার না থাকলে A4 সাইজের সাদা কাগজে তার অনুলিপি তৈরি করে রাখবে। উত্তরপত্র স্ক্যান করার সময় এই পাতাটিকে প্রথম পাতা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

পরীক্ষা শেষে উত্তরপত্র স্ক্যান করে বা ছবি তুলে একটি সিঙ্গেল পিডিএফ ফাইলে গুগল ক্লাসরুমের অ্যাসাইনমেন্টে (যেখানে প্রশ্ন দেয়া হয়েছিল) পরীক্ষা শেষ হওয়ার ১০ থেকে ৩০ মিনিটের (পূর্বনির্ধারিত সময়) মধ্যে জমা দিতে হবে।

বিশেষ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে গুগল ক্লাসরুমে উত্তরপত্র জমা না দিয়ে পরীক্ষা কমিটি কর্তৃক প্রদত্ত কোনো একটি ইনস্টিটিউশনাল ই-মেইল আইডিতেও পরীক্ষার্থী উত্তরপত্র ই-মেইলে অ্যাটাচমেন্ট আকারে পাঠাতে পারবে। তবে এ ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা কমিটির উপস্থিত সদস্যের অনুমতির প্রয়োজন হবে।

মৌখিক পরীক্ষা যেভাবে-

নীতিমালায় বলা হয়, মৌখিক পরীক্ষা অনলাইনে জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে নেয়া যাবে। যেসব বিভাগ বা ইনস্টিটিউটে ব্যবহারিক কোর্স রয়েছে, সেসব ক্ষেত্রে পরীক্ষার্থীর সশীরের উপস্থিতি আবশ্যক না হলে অনলাইনেই নেয়া যেতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত