জানালেন শিক্ষামন্ত্রী
এসএসসি-এইচএসসি নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা
জানালেন শিক্ষামন্ত্রী
এসএসসি-এইচএসসি নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সরকার আরও কিছুদিন সময় নিতে চায় |
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি না, তা করোনাভাইরাস পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সরকার বিকল্প ব্যবস্থা নিয়েও চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার (১৫ জুন) ঢাকার কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মদিয়া আলীয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।
সরকার আরও কিছুদিন সময় নিতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন ‘ যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে বিকল্প অনেক কিছু চিন্তা করার আছে। পরিস্থিতি কী কী হতে পারে, তা চিন্তা করা হচ্ছে। আসলে এখানে কারও হাত নেই। সব রকম পরিস্থিতি চিন্তা করেই কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে, তা নিয়ে কাজ করা হচ্ছে। এখন সেগুলো চূড়ান্ত করার কাজ চলছে।’
তিনি আরও বলেন ‘তবে চিন্তাভাবনা চলছে চেষ্টা করে যদি পরীক্ষা নেওয়া যায়। নেওয়া গেলে নেওয়া হবে। আর যদি পরীক্ষা না নেওয়া যায়, তাহলে বিকল্প মূল্যায়ন কী হতে পারে, তা নিয়ে ভাবা হচ্ছে। শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে।’
শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে দূরে সরে না যায় উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষা না হলেও পরবর্তী ক্লাসের পড়াশোনা বোঝার জন্য পড়াশোনা করতে হবে।
২০২০ এ ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হলে ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। এরপরে থেকে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ছে।
জাতিসংঘের সংস্থা ইউনিসেফ সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, বিশ্বে বেশি দিন স্কুল বন্ধ থাকা ১৪টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। করোনার কারণে গতবার এইচএসসি পরীক্ষা আটকে যায়। পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয় তাদের এসএসসি ও জেএসসির ফলের গড় করে।
সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও এখনো অনুষ্ঠিত হয়নি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন