পুতিন টিকা নিলেও ছবি দিলেন না, ভ্যাকসিনের নামও বললেন না
পুতিন টিকা নিলেও ছবি দিলেন না, ভ্যাকসিনের নামও বললেন না
![]() |
করোনার টিকা নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার মুখপাত্র দিমিত্র পেসকভ। তবে পুতিন করোনার ঠিক কোন টিকা নিয়েছেন, তা স্পষ্ট করেননি পেসকভ। এছাড়া পুড়িন তার ঘোড়ায় চড়া, বরফে স্কেটিং করা, মৎস্য শিকারসহ নিজের নানা কর্মকাণ্ডের ছবি তুলে তা প্রকাশ করলেও টিকা নেওয়ার ছবি প্রকাশ করেননি। র
র্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তার মুখপাত্র জানিয়েছেন, ‘পুতিন করোনার টিকা নিয়েছেন। তিনি ভালো বোধ করছেন। বুধবার তিনি অফিসও করেছেন’
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণকে করোনার টিকা নেওয়ার বিষয়ে উৎসাহিত করতেই ৬৮ বছর বয়সী পুতিন টিকা নিয়েছেন।
রাশিয়া করোনার তিনটি টিকার অনুমোদন দিয়েছে। এগুলো হলো ‘স্পুতনিক-ভি’, ‘এপিভ্যাককরোনা’ ও ‘কোভিভ্যাক’। রুশ সরকারের দাবি, তাদের তিনটি টিকার সব কটিই পুরোপুরি নির্ভরযোগ্য, খুব ভালো ও কার্যকর।
পরীক্ষার সব কটি ধাপ সম্পন্ন করার আগেই টিকা ব্যবহারের অনুমোদন দেয় রাশিয়া। তাই রাশিয়ার টিকা নিয়ে পশ্চিমা দেশগুলোর গবেষকদের মধ্যে সন্দেহ-সংশয় রয়েছে।
পুতিনের এক মেয়ে স্পুতনিক-ভি টিকা নিয়েছেন বলে গত বছরের আগস্টে জানানো হয়। টিকা নিয়ে তিনি ভালো আছেন বলে সে সময় জানানো হয়।

আরও পড়ুন
- ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক, ছড়াচ্ছে ভ্যাকসিনেটরাও
- করোনাভাইরাস
দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত চট্টগ্রামের ফিল্ড হাসপাতালগুলো - পুরোপুরি না সেরেই হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাকে একদম ভয় পাবেন না! - মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার
- করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন
- করোনাভাইরাস
মহামারিগুলো সাধারণত কীভাবে শেষ হয়? - ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম, মোদিকে ট্যাগ দিয়ে অভিনেতার মৃত্যু
- টিকাদান কর্মসূচি উদ্বোধন
যারা নিলেন করোনার প্রথম ভ্যাকসিন - ভ্যাকসিন পরীক্ষায় বাংলাদেশের কাছে টাকা চাইছে সিনোভ্যাক
- চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত