বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আপনার হাতে রক্ত: ব্লিঙ্কেনকে ‘সেক্রেটারি অব জেনোসাইড’ বললেন প্রতিবাদকারী

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:১৬, ১৫ জানুয়ারি ২০২৫

৩০

আপনার হাতে রক্ত: ব্লিঙ্কেনকে ‘সেক্রেটারি অব জেনোসাইড’ বললেন প্রতিবাদকারী

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ‘গণহত্যার মন্ত্রী’ বলে প্রতিবাদ জানালেন এক নারী। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্লিঙ্কেন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন গাজার প্রতি সংহতি জানিয়ে নারী বিক্ষোভকারী ‘ব্লাডি ব্লিঙ্কেন’, ‘সেক্রেটারি অব জেনোসাইড’, ‘আমরা আপনাকে ক্ষমা করব না’ বলে চিৎকার করেন।

আগামী সপ্তাহে ব্লিঙ্কেনের চার বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে। অনুষ্ঠানে তিনি তার পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন।

এ সময় ওই নারী চিৎকার করে বলেন, ‘আপনার উত্তরাধিকার হবে গণহত্যা। আপনি চিরকাল ব্লাডি ব্লিঙ্কেন, গণহত্যার মন্ত্রী হিসেবে পরিচিত থাকবেন। আপনার হাতে লক্ষ লক্ষ নিরীহ মানুষের রক্ত লেগে আছে! আমরা ভুলব না, আপনার জন্য লজ্জা।’

এ সময় প্রতিক্রিয়া জানিয়ে ব্লিঙ্কেন বলেন, ‘আমি আপনার মতামতকে সম্মান করি। দয়া করে আমারটা বলার সুযোগ দিন। ধন্যবাদ।’

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, আরও দুইবার বাধার মুখে পড়েন ব্লিঙ্কেন। অন্য এক বিক্ষোভকারী তাকে ‘দানব’ এবং ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেন।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধে ইসরায়েলের প্রতি ব্যাপক সমর্থন নিয়ে সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত