সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩ উপায়ে কেনা যাবে আইফোন ১২

সাই-টেক ডেস্ক

১৩:০৮, ২৪ অক্টোবর ২০২০

আপডেট: ১৩:৩২, ২৪ অক্টোবর ২০২০

৮৫১

৩ উপায়ে কেনা যাবে আইফোন ১২

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে শুরু হয়েছে নতুন আইফোন বিক্রি। আর নতুন আইফোন বিক্রি মানেই অ্যাপল স্টোরের বাইরে গ্রাহকদের লম্বা লাইন।  কিন্তু ২০২০ অন্য বছরগুলোর মতো তো আর নয়। তাই আইফোন বিক্রিতেও এসেছে নতুনত্ব। 

করোনাকালীন সময়েও সবগুলো স্টোর খুলেছে অ্যপল। তারপরও স্টোরগুলোতে লেগে আছে দীর্ঘ লাইন। করোনাকালে নিজে গিয়ে আইফোন কেনার বিষয়টি এখন অনেক বেশি জটিল। তাই লাইনে দাঁড়ানো ছা্ড়াও আইফোন কেনায় গ্রাহকদের নতুন সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তিনটি উপায়ে কেনা যাবে আইফোন ১২।

অ্যাপল স্টোরের লাইনে দাঁড়ানো 

আগের মতই অ্যাপল স্টোরে লাইনে দাড়িয়ে কেনার সুযোগ এখনও আছ। তবে পদ্ধতি কিছুটা ভিন্ন। অ্যাপলের ডাইহার্ট ফ্যান, অর্থাৎ যারা সবার আগেই আইফোন হাতে চান তাদের জন্য এই অপশন। কেননা অন্য দুটিতে কিছুটা দেরিতেই আইফোন ১২ হাতে পাবেন গ্রাহকরা।

অ্যাপল স্টোর গুলোর বাইরে ছয় ফুট দূরত্বে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তবে আগে থেকে সময় রিজার্ভ করে নিতে হবে। তারপর লাইনে দাঁড়াতে হবে। তারপরও যদি সময় শেষ হয় এবং সামনে আরও মানুষ থাকে তবে পরেরদিন সেখান থেকেই লাইন শুরু হবে।  


অনলাইনে অর্ডার দিয়ে স্টোর থেকে নেয়া

আগেই বলা হয়েছে লাইনে দাঁড়ানো ছাড়া বাকি অপশন ‍দুটিতে কিছুটা সময় লাগবে মোবাইল হাতে পেতে। তাই সবুর করতে পারা গ্রাহকদের জন্য দ্বিতীয় অপশনটি হলো অনলাইনে মোবাইল কিনে তা নিয়ে আসার জন্য অ্যাপয়েনমেন্ট নেয়া। অ্যাপলের ওয়েবসাইট থেকে কোনো গ্রাহক চাইলে আইফান ১২ কিনতে পারবেন। তবে পরবর্তীতে তা নিজেই গিয়ে আনতে হবে। 

এই অপশনটি করোনার শুরু থেকেই চালু করেছে অ্যাপল। একইসঙ্গে অনেক মানুষের জড়ো হওয়া বন্ধ করতে প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ। কিন্তু হাতে ধরে দেখা আর ওয়েবসাইটে দেখা কি এক?

সেই স্বাদ মেটানোরও সুযোগ দিচ্ছে আইফোন। কিছু প্রফেশনালকে ঠিক করা হয়েছে। যারা অনলাইন ও অফলাইনে আইফোন ১২ এর বিভিন্ন মডেল ও ফিচার সম্পর্কে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেবেন। কেউ চাইলে ফোনটি কেনার আগে তাদের সাথে সরাসরি দেখা করে বা অনলাইনে নিতে পারবেন পরামর্শ। তবে এজন্যও নিতে হবে অ্যাপয়েনমেন্ট। 

এছাড়া্ অ্যাপল স্টোরের বাইরেও নতুন করে কিছু বুথ বসাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্টোরে প্রবেশ না করেই যেখান থেকে মোবাইল সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। 

হোম ডেলিভারি 

তৃতীয় অপশনে গ্রাহককে স্টোরে যাওয়ারই প্রয়োজন পড়বেনা। তবে এ ক্ষেত্রে নভেম্বরের আগে কোনো গ্রাহক মোবাইলটি হাতে পাবেননা। 

১৩ অক্টোবর থেকে আইফোন ১২ আর আইফোন ১২ প্রো এর অর্ডার নেয়া শুরু হয়েছে। আর আইফোন ১২ মিনি ও আইফোন ১২ প্রো ম্যাক্স এর অর্ডার নেয়া হবে নভেম্বরের ৬ তারিখ থেকে। তারপরই গ্রাহকরা হোম ডেলিভারি সেবাটি পাবেন।

আরও পড়ুন:

দর্শকদের জন্য নতুন সুবিধা নিয়ে শুরু হচ্ছে এল ক্লাসিকো

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত