রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ || ২১ পৌষ ১৪৩১ || ০৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেয়ে চায় আমার জীবনে একজন প্রকৃত সঙ্গী আসুক: বাঁধন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৫:৫৪, ২৯ অক্টোবর ২০২৪

২৯৬

মেয়ে চায় আমার জীবনে একজন প্রকৃত সঙ্গী আসুক: বাঁধন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন ২৮ অক্টোবর উদযাপন করলেন তার ৪১তম জন্মদিন। এ বিশেষ দিনে পরিবারের সাথে নিজ বাসায় সময় কাটান তিনি। দিনটি উপলক্ষে মা নিজ হাতে প্রিয় খাবার রান্না করে তার জন্য আয়োজন করেন।

তবে বাঁধনের জন্য এই জন্মদিনে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল তার একমাত্র মেয়ের একটি মন্তব্য। গণমাধ্যমকে বাঁধন জানান, মেয়েটি এবার তাকে বলেছে, “আমার জীবনে কেউ আসুক।” দীর্ঘদিন পর এমন কথা শুনে বাঁধন বুঝলেন, মেয়ে এখন চায় তার মায়ের জীবনে কেউ পাশে থাকুক, একজন প্রকৃত সঙ্গী আসুক।

বাঁধন বলেন, ‘আমার মেয়ে বড় হচ্ছে, সে আমাকে খুব কাছ থেকে দেখে, ভালোবাসে। সেও চায়, আমি যেন সুখে থাকি। তবে, আমি নিজেও কিছুটা দ্বিধায় আছি। জীবনে অনেক ট্রমা ও ভয় পেয়েছি। এখনো সেই ভয় পুরোপুরি কাটেনি। তাই আমার মতো করে কেউ আমাকে বুঝবে, সেই বিশেষ সঙ্গীকেই আমার পাশে চাই।’

জীবন নিয়ে নিজের উপলব্ধি জানাতে গিয়ে বাঁধন বলেন, ‘আমার জীবনে অনেক ফোকাস এসেছে। সবকিছু ভালোই চলছে। জীবন কর্মময়, জীবনের অর্থ অনেক গভীর।’

অভিনয়ের জগতে বাঁধনের জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে। ইতোমধ্যেই তিনি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। বর্তমানে তার দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী মাসে তিনি আবারও শুটিংয়ে ফিরবেন, যেখানে সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’ সিনেমায় তাকে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে।

এছাড়াও রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় 'মাস্টার' সিনেমার শুটিং শেষ করেছেন তিনি, যা আগামী বছর মুক্তি পাবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank