মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ || ৭ কার্তিক ১৪৩১ || ১৬ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হবে ২০২৯ সালে : এম সাখাওয়াত

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:১৩, ২১ অক্টোবর ২০২৪

৬৮

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হবে ২০২৯ সালে : এম সাখাওয়াত

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের ১ম ফেইজের কাজ শেষ হবে। খুব দ্রুত মাতারবাড়ী সমুদ্রবন্দর চালু করা হবে।

সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে কক্সবাজারের একটি হোটেলে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, প্রস্তাবিত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হবে। বন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা যেমন দরকার তেমনি বাহিরেও নিরাপত্তা দরকার বলে প্রতীয়মান হচ্ছে। কারণ বিশাল সাগরে এই বন্দরের সক্ষমতা অনেক বেশি। সাগরে অনেকের যাতায়াত তাই বন্দরের ভেতরে বাইরে নিরাপত্তার কথা ভাবা হচ্ছে। দেশে ৭টি লাইট হাউস নির্মাণের কাজ চলছে। এগুলোও প্রায় শেষ পর্যায়ে। এর ফলে সমুদ্রগামী জাহাজ চলাচলে সুফল পাওয়া যাবে।

নাফ নদীতে ড্রেজিংয়ের বিষয়ে তিনি বলেন, আরাকান অঞ্চলে এখনো যুদ্ধ চলমান। এ কারণে সম্ভব হচ্ছে না। আগামী এক বছরের মধ্যে এর একটা সমাধান হতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত