বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১ || ২১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু

০১:১৮, ৭ জুলাই ২০২০

আপডেট: ২০:২৯, ৭ জুলাই ২০২০

৭৩৫১

বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩৭০ শয্যার করোনা সেন্টারে শনিবার (৪ জুলাই) থেকে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

সেন্টারের সুযোগ সুবিধা

এক. ২৪ ঘণ্টা চালু থাকবে সেন্টারে চিকিৎসা ও ভর্তি;
দুই. প্রতিদিন ৩টি শিফটে চিকিৎসা সেবা
তিন. মোট ২৬০ জন জনবলের স্বাস্থ্যসেবা প্রদানকারী টিম রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন।
- ৬০ চিকিৎসক
- ১০০ জন নার্স
- প্যারামেডিক্স, ওয়ার্ডবয়, এমএলএসএস ১০০ জন;

চার. সপ্তাহন্তরে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী পরিবর্তন।

শনিবার প্রথম দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ১৮ জন রোগী এসেছেন এবং কর্তব্যরত চিকিৎসককের পরামর্শ অনুযায়ী ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও কিছু তথ্য

- ৩৭০ শয্যার মধ্যে ‘কেবিন ব্লকে’ শয্যা সংখ্যা ২৫০টি -‘বেতার ভবনে’ শয্যার সংখ্যা ১২০টি।
-‘কেবিন ব্লকে’ ইমার্জেন্সি রোগীদের জন্য ২৪টি শয্যা
- আইসিইউ শয্যা সংখ্যা ১৫টি।
- এ অংশে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে।

এছাড়াও রোগীদের সেবা নিশ্চিত করার জন্য
- হাইফ্লো ন্যাসাল ক্যানুলা,
- নন ইনভেসিভ ভেন্টিলেটর, যেমন- সি-প্যাপ, অক্সিজেন কনসানট্রেটর ইত্যাদি স্থাপন করা হয়েছে।
- প্রতিটি শয্যায় রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্টসহ অন্যান্য চিকিৎসা সুবিধা।

মূলত গুরুতর অসুস্থ রোগীরাই এখানে ভর্তি হবেন।

বেতার ভবনের ১২০ শয্যায় ভর্তি হবেন করোনা ভাইরাসে মডারেট আক্রান্ত রোগীরা।

এর আগে সকালে কেবিন ব্লকে করোনা সেন্টার চালুর কার্যক্রম পরিদর্শন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এসময় তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন উপস্থিত ছিলেন।

আরো উল্লেখ্য যে, ‘কেবিন ব্লক’ ও ‘বেতার ভবনে’ করোনা সেন্টার চালুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, ডাক্তারবৃন্দ, নার্সবৃন্দসহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সাথে অনুষ্ঠিত সফল সভাসমূহে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে এবং করোনা সেন্টারের চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে এ ধরণের নির্দেশনামূলক ও উদ্বুদ্ধকরণ সভা মাননীয় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে চলমান রয়েছে। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত