সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পেন পিন্টার পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:২৮, ২৭ জুন ২০২৪

৪৪৬

পেন পিন্টার পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

বুকার পুরস্কার বিজয়ী স্পষ্টভাষী লেখক অরুন্ধতী রায় তার বলিষ্ঠ কণ্ঠের জন্য এবার পেলেন ২০২৪ সালের পেন পিন্টার পুরস্কার। আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির আয়োজনে এক অনুষ্ঠানে অরুন্ধতী রায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এ তথ্য জানার পর অরুন্ধতী তার অনুভূতি প্রকাশ করে বলেছেন, পেন পিন্টার পুরস্কার পেয়ে আমি ‘আনন্দিত’।

১৪ বছর আগে করা মন্তব্যের জন্য ভারতের কর্মকর্তারা সন্ত্রাসবিরোধী আইনে অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়ার ১০ দিন পরেই তিনি এই পুরস্কার পেলেন। 

নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে ইংলিশ পেন সংস্থা ২০০৯ সালে বার্ষিক এই পেন পিন্টার পুরস্কার প্রবর্তন করেছিল।

অরুন্ধতী রায় একজন বুকার পুরস্কার বিজয়ী লেখক। তিনি ভারতের মানবাধিকারের বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদ সম্পর্কে লিখছেন।

সাহিত্যে ‘অসাধারণ প্রতিভার লেখক’ যারা বিশ্বকে ’নির্ভীক’ দৃষ্টিতে দেখেন তাদের সম্মান জানাতেই এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

৬২ বছর বয়সি অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী হিসেবেই পরিচিত। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের মুসলিমদের লক্ষ্যবস্তু করার অভিযোগ সম্পর্কে তার সমালোচনায় অরুন্ধতী রায় স্পষ্টবাদী ছিলেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank